সন্দেশখালিতে ফের তদন্তে সিবিআই। শনিবার দুপুরে কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি দল তৃণমূল নেতা শেখ শাহজাহান, তাঁর মেয়ে এবং কয়েক জন অনুগামীর বাড়িতে যায়। তবে আকুঞ্জিপাড়ায় তৃণমূল নেতা শাহজাহানের (বর্তমানে সংশোধনাগারে) বাড়ি বাইরে থেকে তালাবন্ধ ছিল। বাকিরা হয় কেউ বাড়িতে ছিলেন না, না হলে দরজা খোলেননি। একটি বাড়িতে শাহজাহান-ঘনিষ্ঠ বলে পরিচিত এক মহিলার সঙ্গে কিছু কথা বলতে পেরেছেন গোয়েন্দারা। তবে এ নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলেনি সিবিআই।
সূত্রের খবর, ২০২৪ সালে আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযানের দিন (৫ জানুয়ারি) ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহনীর উপরে হামলার ঘটনার তদন্তে এসেছিল সিবিআই। ওই ঘটনায় শাহজাহান-সহ ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন অনেকে। শাহজাহানের মেয়ে আজমিরা বিবি, দুই সঙ্গী বেবি মির, হাসানুর মির—কারও দেখা পাননি সিবিআই আধিকারিকেরা। বেবি ও হাসানুরের পরিবারের কয়েক জনের সঙ্গে কথা হয়। আজমিরার বাড়িতে অনেক ডাকাডাকির পরেও, কেউ দরজা খুলে বেরোননি। তসলিমা বিবি নামে শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত এক বাসিন্দার বাড়িতে গিয়ে অবশ্য তাঁর দেখা মেলে। কিছু ক্ষণ কথাবার্তা বলেন আধিকারিকেরা। ২০২৪ সালে ইডি, কেন্দ্রীয় বাহিনীর উপরে হামলার দিন কে-কে উপস্থিত ছিল, তারা কোথা থেকে এসেছিল— তসলিমার কাছে সে সব জানতে চান গোয়েন্দারা। ল্যাপটপে ছবি দেখিয়ে প্রশ্ন করা হয়। তসলিমা পরে বলেন, “ঘটনার দিন ওই রাস্তা দিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলাম। সিবিআই যা জানতে চেয়েছিল, বলেছি।”