তোলা না দেওয়ায় একটি পরিবারকে মারধর করে এলাকাছাড়া করার অভিযোগ উঠল স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে। রাজপুর-সোনারপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বোড়ালের নিশ্চিন্তপুরের ঘটনা।
স্থানীয় বাসিন্দা শাহজাহান গাজি সম্প্রতি একটি জমি কিনে বাড়ি বানানোর পরিকল্পনা করেন। অভিযোগ, জানতে পেরে স্থানীয় কিছু যুবক এ জন্য ৭৫ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে না চাইলে শাহজাহানকে হুমকি দেওয়া শুরু হয়। আদালতে মামলা করলে ক’দিন আগে শাহজাহানের বাড়িতে চড়াও হয়ে তাঁর স্ত্রী-সহ কয়েক জনকে মারধর করা হয় বলে অভিযোগ। শাহজাহানের বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। তার পর থেকে স্ত্রী ও বাচ্চাদের নিয়ে বাড়িছাড়া শাহজাহান। নরেন্দ্রপুর থানায় সাত জনের বিরুদ্ধে অভিযোগ জানালেও, পুলিশ ব্যবস্থা নেয়নি বলেই দাবি।
শাহজাহানের দাবি, অভিযুক্তেরা তৃণমূল সমর্থক হিসাবে পরিচিত। পুলিশকে বললে পুলিশ তাঁদের বিধায়ক, পুরপ্রতিনিধিদের কাছে যেতে বলে। শাহজাহানের কথায়, “প্রায় এক সপ্তাহ ধরে ঘরে ঢুকতে পারছি না। বিধায়ক, পুরপ্রতিনিধির কাছে গেলে কি আমাদের কথা ওঁরা শুনবেন!” শাহজাহানের স্ত্রী সাবিনা বিবি বলেন, “পুলিশের সামনেই আমাকে মারধর করে। অভিযোগ জানাতে এক মাসের বাচ্চাকে নিয়ে থানায় যেতে হয়েছে। আমরা নিরাপত্তা চাই।”
৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূলের পুরপ্রতিনিধি সালমা সুলতানা বলেন, “এর সঙ্গে তৃণমূলের যোগ নেই।” পুলিশ সূত্রের খবর, ওই জায়গা বেআইনি ভাবে দখলের অভিযোগ ঘিরে গোলমালের শুরু। এলাকায় অশান্তিসৃষ্টির অভিযোগে অভিযোগকারী পরিবারের বিরুদ্ধেও গণস্বাক্ষর জমা পড়েছে বলে পুলিশের দাবি। পুলিশ জানিয়েছে, পরিবারটি বাড়ি ফিরলে নিরাপত্তা দেওয়া হবে।