• এ বার সকলের জন্য নগদহীন বিমার সুযোগ পিজি-র উডবার্নে
    আনন্দবাজার | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি এ বার সাধারণ মানুষও এসএসকেএমের উডবার্ন ব্লকে নগদহীন (ক্যাশলেস) পরিষেবার সুযোগ পাবেন। রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার মাধ্যমেই দিনকয়েকের মধ্যে এই পরিষেবা মিলবে বলে জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

    উডবার্ন ব্লকের কেবিনে চিকিৎসার জন্য নির্দিষ্ট খরচ বহন করতে হয় রোগীকে। কয়েক বছর আগে চিকিৎসার বিল মেটাতে হত নগদে। তবে, ২০২২ থেকে কার্ডের মাধ্যমে বিল প্রদানের সুযোগ চালু হয়। এর পরে স্বাস্থ্য বিমার মাধ্যমে নগদহীন পরিষেবা চালুর পরিকল্পনা করেন কর্তৃপক্ষ। রাজ্য প্রশাসনের ছাড়পত্র মেলায় ২০২৪-এর জানুয়ারি থেকে ‘ওয়েস্ট বেঙ্গল হেল্থ স্কিম’-এর সুযোগ মিলতে শুরু করে উডবার্নে। কিন্তু সাধারণ মানুষের দাবি ছিল, অন্যান্য স্বাস্থ্য বিমা গ্রহণের।

    সূত্রের খবর, সেই মতো পরিকল্পনা করে গত জানুয়ারিতে স্বাস্থ্য ভবনে প্রস্তাব পাঠান এসএসকেএম কর্তৃপক্ষ। নবান্নের সবুজ সঙ্কেত পাওয়ার পরে সম্প্রতি স্বাস্থ্য দফতরও ছাড়পত্র দিয়েছে। প্রথম পর্যায়ে ‘ন্যাশনাল ইনশিয়োরেন্স’, ‘নিউ ইন্ডিয়া অ্যাশিয়োরেন্স’, ‘দ্য ওরিয়েন্টাল ইনশিয়োরেন্স’ এব‌ং ‘ইউনাইটেড ইন্ডিয়া ইনশিয়োরেন্স’— এই চারটি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার মাধ্যমে নগদহীন পরিষেবা মিলবে উডবার্নে। শীঘ্রই এই বিষয়ে ‘মউ’ (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) চুক্তি করবেন এসএসকেএম কর্তৃপক্ষ। বহু সময়েই অভিযোগ ওঠে, বিমা সংস্থার ছাড়পত্র না আসায় রোগীর ছুটি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। সেই সমস্যার মোকাবিলা কী ভাবে হবে? হাসপাতালের এক কর্তার কথায়, ‘‘সরকারি জায়গায় সমস্ত খরচই নির্দিষ্ট। তাতে অতিরিক্ত বিলের আশঙ্কা নেই বললেই চলে। তাই বিমা সংস্থার ছাড়পত্র পেতে বিলম্ব হবে না।’’

    উডবার্নে তিন রকমের কেবিন রয়েছে। ২০০০ টাকা দৈনিক ভাড়ার দুই শয্যার কেবিন রয়েছে ছ’টি, ২৫০০ টাকার এক শয্যার কেবিন রয়েছে ১০টি এবং ৪০০০ টাকার ১২টি সুইট রয়েছে। এই ভাড়ার মধ্যে চিকিৎসকদের ফি-ও অন্তর্ভুক্ত। ওই ব্লক থেকে ক্রিটিক্যাল কেয়ার বা এইচডিইউ-তে কোনও রোগীকে স্থানান্তরিত করা হলে ভাড়ার সঙ্গে অতিরিক্ত ১০০০ টাকা যুক্ত হয়। বিভিন্ন পরীক্ষা ও ওষুধের খরচ আলাদা দিতে হয়। কর্তৃপক্ষ জানাচ্ছেন, পরবর্তী পর্যায়ে অন্যান্য বেসরকারি বিমা সংস্থার সুযোগও মিলবে।
  • Link to this news (আনন্দবাজার)