• সাত গোলে শুরু বাংলার
    আনন্দবাজার | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • শনিবার মেয়েদের সিনিয়র জাতীয় ফুটবল চ‌্যাম্পিয়নশিপে দাপটে জয় দিয়ে অভিযান শুরু করল বাংলা। প্রতিপক্ষ মেঘালয়কে তারা ৭-০ গোলে উড়িয়ে দিল। হ‌্যাটট্রিক করলেন সুলঞ্জনা রাউল।

    প্রথমেই সুলঞ্জনার গোলে এগিয়ে যায় বাংলা। দুই ডিফেন্ডারকে সঙ্গে নিয়ে তিনি সেই বল জালে জড়ান। ১১ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে সাথী দেবনাথের বাড়নো বল ধরে ফের একক দক্ষতায় ব‌্যবধান বাড়ান সুলঞ্জনা। ৩১ মিনিটে বাংলার হয়ে তৃতীয় গোল করেন সুস্মিতা লেপচা। চতুর্থ গোল মৌসুমি মুর্মুর। প্রথমার্ধের সংযুক্ত সময়ে রিম্পা হালদার ৫-০ করেন। ৫৫ মিনিটে মেঘালয়ের গোলরক্ষকের ভুলে হ‌্যাটট্রিক সম্পূর্ণ করেন সুলঞ্জনা। ৬১ মিনিটে দলের হয়ে সপ্তম গোল করেন মমতা হাঁসদা।
  • Link to this news (আনন্দবাজার)