• ‘ভোট এলেই পিছিয়ে যায় সরকারি চাকরির পরীক্ষা’, SSC পরীক্ষা দিতে এসে আক্ষেপ বিহারের যুবকের
    এই সময় | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • বিহারের মহম্মদ কামরান হুগলিতে এসএসসি পরীক্ষা দিতে এসে ক্ষোভ উগড়ে দিলেন সে রাজ্যের নিয়োগ ব্যবস্থা নিয়ে। অভিযোগ, বিহারে ভোট সময় মতো হলেও, চাকরির পরীক্ষা ক্রমাগত পিছিয়ে যায়। তাই ৯ বছর পরে আদালতের নির্দেশে, আজ বাংলায় এসএসসি দিতে এসেছেন তিনি।

    মহম্মদ কামরান বিহারের আড়া জেলার ভোজপুরের বাসিন্দা। তিনি হুগলি গার্লস স্কুলে এসএসসি পরীক্ষা দিতে এসেছেন। কামরান বলেন, ‘আগে হরিয়ানাতেও পরীক্ষা দিয়েছি। এখন পশ্চিমবঙ্গে চেষ্টা করছি।’ কামরান বাংলা বলতে পারেন না। তাই তিনি মূলত পশ্চিমবঙ্গের হিন্দি মিডিয়াম স্কুলগুলিতে ইতিহাসের শিক্ষক পদের জন্য আবেদন করেছেন।

    কামরান জানান, বিহারে ভোটের জন্য সব সরকারি চাকরির পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। তাই তিনি এখানে পরীক্ষায় বসছেন। কামরানের আক্ষেপ, ‘ভোট সময় মতোই হয়, কিন্তু একজন ছাত্রের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো পিছিয়ে দেওয়া হয়। এই দুঃখটা নেতারা বোঝেন না।’

    কামরানের কথায় বারবার উঠে এসেছে দুর্নীতির প্রসঙ্গ। তিনি বলেন, ‘২০১৬ সালের এসএসসি পরীক্ষায় বহু শিক্ষক যোগ্য হওয়া সত্ত্বেও আদালতের নির্দেশে চাকরি বাতিল হয়েছে।’ কামরান আরও বলেন, ‘যোগ্যতা থাকা সত্ত্বেও অনেককে চাকরি হারাতে হয়েছে, অথচ যারা টাকা দিয়ে চাকরি পায়, তাদের কিছুই হয় না।’ তাঁর মতে, এই অনিয়ম মেধাবী শিক্ষার্থীদের হতাশ করে এবং তাঁদের স্বপ্ন ভেঙে দেয়।

  • Link to this news (এই সময়)