• ওবিসি: কলকাতা হাই কোর্টের আদালত অবমাননা মামলার বিরুদ্ধে এ বার সুপ্রিম কোর্টে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড
    আনন্দবাজার | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • কলকাতা হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট। তার ফলে সম্প্রতিই জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হয়েছে রাজ্যে। কিন্তু উচ্চ আদালতের বিচারপতির কৌশিক চন্দের বেঞ্চে যে আদালত অবমাননার মামলা এখনও রয়েছে, তার বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে গেল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

    ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে জটিলতার কারণে জয়েন্টের ফল প্রকাশ আটকে ছিল। হাই কোর্ট বলেছিল, ২০১০ সালের আগের ওবিসি তালিকা মেনেই ফল প্রকাশ করা যাবে। উচ্চ আদালতের এই নির্দেশের ঠিক পরেই ওবিসি শংসাপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তির মামলা সুপ্রিম কোর্টে ওঠে। সেখানে শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়ে হাই কোর্ট। উচ্চ আদালতের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশও জারি হয়ে যায়।

    ঘটনাচক্রে, তার পরেই হাই কোর্ট জয়েন্ট বোর্ডের কাছে জানতে চায়, সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করার আগেই কেন হাই কোর্টের নির্দেশ কার্যকর করেনি বোর্ড? উচ্চ আদালত জানায়, ২০২৪ সালে তারা ওবিসি মামলায় যে রায় দিয়েছিল, তা লঙ্ঘন করা হয়েছে। এতে আদালতের নির্দেশ অমান্য হয়েছে বলেই জানিয়েছিল হাই কোর্ট। এর বিরুদ্ধেই এ বার শীর্ষ আদালতের দ্বারস্থ হল রাজ্য জয়েন্ট বোর্ড।
  • Link to this news (আনন্দবাজার)