• চলন্ত ট্রেনে শুধু এক পা, বাকি শরীরটাই ঝুলছে বাইরে! যুবকের ভয়ঙ্কর স্টান্ট দেখে চোখ কপালে নেটিজেনদের ...
    আজকাল | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: প্ল্যাটফর্ম ছেড়ে দ্রুত গতিতেই বেরিয়ে যাচ্ছে ট্রেনটি। সেই চলন্ত ট্রেন থেকে বাইরে ঝুলছে এক যুবকের শরীর‌। তাঁর এক পা শুধুমাত্র চলন্ত ট্রেনের কামরায় রাখা ছিল। গোটা শরীরটাই ছিল বাইরে। ভয়ঙ্কর স্টান্ট দেখাতে দেখাতে এক মহিলার ফোন চুরি করার চেষ্টাও করেন যুবক।‌ যে স্টান্টের ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের চোখ ছানাবড়া। সকলেই যুবকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি জানিয়েছেন। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সম্ভবত ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কোনও লোকাল ট্রেনে। যুবকের নাম, রাহুল কুমার যাদব। তিনি চলন্ত ট্রেনে ঝুলতে ঝুলতে একটি ভয়ঙ্কর স্টান্ট দেখানোর চেষ্টা করেন। ভিডিওতে দেখা গেছে, চলন্ত ট্রেনের কামরায় শুধুমাত্র এক পা রয়েছে রাহুলের। আর এক হাত দিয়ে ধরে আছেন দরজা। বাকি শরীরটা তাঁর বাইরেই রয়েছে। এমনকী প্ল্যাটফর্মের উপর দিয়ে ছেঁচড়ে যাচ্ছে আরেক পা। 

    রাহুলের পিছনেই আরও এক যুবক দাঁড়িয়েছিলেন। তাঁর অর্ধেক শরীরও চলন্ত ট্রেনের বাইরে ছিল। তিনি পিছন থেকে রাহুলের কীর্তি ফোনবন্দি করতে ব্যস্ত ছিলেন। ভিডিওটি কোথায় শুট করা হয়েছে, তা এখনও জানা যায়নি। ভিডিওটি ছড়িয়ে পড়তেই তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। যদি পা ফসকে যেত চলন্ত ট্রেন থেকে, তাহলেই চরম পরিণতি হতে পারত তাঁর। 

    জীবন বাজি রেখে এই ধরনের স্টান্টের ভিডিও দেখে রাগে ফুঁসছেন সকলেই। চলন্ত ট্রেনে ঝুলতে ঝুলতে এক মহিলার ফোন চুরির করার চেষ্টাও করেছিলেন যুবক। কিন্তু ট্রেনটি দ্রুত গতিতে ছুটে যাওয়ার কারণে, ফোনটি সময়মতো ধরতে পারেননি তিনি। এখনও পর্যন্ত মুম্বই পুলিশ ও রেল পুলিশ যুবকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি বলে জানা গেছে। 

    প্রসঙ্গত, কয়েক মাস আগেও চলন্ত ট্রেনের তলায় শুয়ে রিল শুট করতে দেখা গিয়েছিল একদল তরুণকে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার লোভে ভয়ঙ্কর স্টান্ট দেখাতে চেয়েছিল। প্রাণ বাজি রেখে রিল শুট করেছিল তিন বন্ধু। তার জেরে এবার বিপাকে পড়ল তিনজনেই। চলন্ত ট্রেনের তলায় শুয়ে রিল শুট করার জেরে তিনজনকেই আটক করেছে পুলিশ। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওড়িশায়। পুলিশ জানিয়েছে, বৌধ জেলার দালুপালি এলাকায় রেললাইনের ওপর দাঁড়িয়ে রিল শুট করেছিল তিন নাবালক। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। রিলে দেখা গেছে, চলন্ত ট্রেনের তলায় শুয়ে এক নাবালক। তার উপর দিয়ে চলন্ত ট্রেনটি দ্রুত গতিতে ছুটে যায়। সেই দৃশ্যটির ভিডিও করে আরও দুই নাবালক। 

    রেললাইনের ওপর কীভাবে শুয়ে থাকলে কোনও বিপদ হবে না, তাও ভিডিওতে দুই বন্ধুকে বলতে শোনা গেছে। দুই বন্ধুর কথা মতো সেই রেললাইনের ওপর চোখ বুজে শুয়েছিল এক নাবালক। ট্রেনটি চলে যাওয়ার পর তিনজনেই আনন্দে লাফিয়ে ওঠে। 

    ভিডিওটি প্রকাশ্যে আসতেই তিনজনকে আটক করেছে পুলিশ। এক নাবালক জানিয়েছে, ট্রেনটি দ্রুত গতিতে এগিয়ে আসছিল। তখন ভয়ে বুক ধড়ফড় করছিল তার। অন্যদিকে বাকি দু'জন জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার লাইক ও শেয়ার পাওয়ার লোভেই এমন রিল শুট করেছিল। ঘটনাটি ঘিরে তদন্ত জারি রেখেছে পুলিশ। 
  • Link to this news (আজকাল)