নিরাপদ আশ্রয়! কোলে শিশু, তাকে নিয়েই ব্যস্ত রাস্তায় অটো চালাচ্ছেন বাবা, ভাইরাল ভিডিও দেখে আবেগপ্রবণ নেটিজেনরা ...
আজকাল | ০৭ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভরা রাস্তায় ব্যাপক যানজট। অফিস টাইমে যানজটের সমস্যা নিত্যদিনের। সেই রাস্তাতেই এক অটো চালকের কীর্তি সকলের নজর কাড়ল। শুধু কি তাই, দৃশ্যটি দেখে সকলেই আবেগপ্রবণ হয়ে যান। একজন লুকিয়ে লুকিয়ে ভিডিও তুলে, ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায়।
পেশার তাগিদে নিত্যদিন প্রিয়জনদের থেকে দূরেই থাকতে হয় বহু মানুষকে। রোজগারের কারণে প্রিয়জনদের সঙ্গে সময়টুকু কাটাতে পারেন না। এদিকে ভরা রাস্তায় দেখা গেল, এক অটো চালক কোলে সন্তানকে নিয়ে অটো চালাচ্ছেন। তাঁর অটোতে লোকজন রয়েছেন। ভরা রাস্তায় সাবধানেই অটো চালাচ্ছিলেন তিনি।
সম্প্রতি সেই ভিডিওটি হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। ভিডিওটিতে দেখা গেছে, এক প্রৌঢ় অটো চালাচ্ছিলেন। তাঁর কোলেই বসে রয়েছে এক শিশু। তবে সেই সময় সে ঘুমিয়ে পড়েছিল। ব্যাগের সাপোর্টে শিশুটিকে বুকের সামনে টেনে রেখেছিলেন প্রৌঢ়।
প্রৌঢ় যখন ব্যস্ত রাস্তায় মন দিয়ে অটো চালাচ্ছেন, তখনই তাঁর কোলে বসে, বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে শিশুটি। দুই হাত দিয়ে জড়িয়েও ধরেছে প্রৌঢ়কে। ভিডিওটি দেখেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটিজেনরা। ভিডিওর ক্যাপশনে লেখা, 'তিনি রোজগারের জন্য অটো চালান এবং যাদের জন্য, তাদের সঙ্গে নিয়েই।'
ভিভিওটি ইতিমধ্যেই ছয় লক্ষ মানুষ দেখেছেন। ৭০ হাজারের বেশি মানুষ লাইক করেছেন। হাজার হাজার কমেন্টে ভরে উঠেছে পোস্টটি। একজন লিখেছেন, 'কথায় বলে, বাবারা পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। এই ভিডিওটি দেখে তাই মনে পড়ল।' আরেকজন লিখেছেন, 'আমার বাবাও আমাকে কোলে নিয়ে অটো চালাতেন। এই দৃশ্য দেখে ছোটবেলার কথা মনে পড়ল। বাবার কথাও খুব মনে পড়ছে।'
আবার একজন লিখেছেন, 'পরিবারের খরচ বহন করতে একজনকে কত পরিশ্রম করতে হয়। আপনি সত্যিকারের সুপার ড্যাড!' কেউ আবার লিখেছেন, 'আপনার স্বপ্ন পূরণ হোক।'
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নানা শহরের অটো চালকদের নানা কীর্তি ছড়িয়ে পড়ে। যেমন এক কারাওকে অটোরিক্সা। এ যেন কল্পনাতীত সকলের কাছে। কিন্তু সাধারণ অটোরিক্সাকেই রঙিন আলোর ছোঁয়ায় ভোল বদলে দিলেন যুবক। সাধারণ অটোরিক্সাই তাঁর কাছে মঞ্চ এখন। যেখানে মন খুলে যখন তখন গান গাইতে পারেন তিনি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা গেছে, ভরা রাস্তায় সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে পরপর একাধিক অটোরিক্সা। যার মধ্যে সামনের সারিতে আলো ঝলমলে একটি অটো রয়েছে। যার গায়ে লেখা 'কারাওকে অটোরিক্সা'। সেই অটোতে বসেই একের পর এক জনপ্রিয় হিন্দি গান গাইছেন চালক।
চালকের পরনে সাদা রঙের প্যান্ট, শার্ট। পায়ে জুতো। মাথায় ফেট্টি বাঁঁধা। হাতে রয়েছে মাইক। চালকের আসনে বসেই গাইছেন পুরনো জনপ্রিয় হিন্দি গান। আশেপাশের পথচলতি মানুষ থেকে অটো চালকরা তাঁর কীর্তি দেখে রীতিমতো অবাক হয়ে যান। অনেকেই আবার ভূয়সী প্রশংসাও করেছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই অটো চালককে মুম্বইয়ের জুহুতে দেখা গেছে শনিবার রাতে। তিনি ওই রুটেই 'কারাওকে অটোরিক্সা' নিয়ে চলাচল করেন। অটোরিক্সার গায়ে তাঁর ইউটিউব চ্যানেলের নাম দেওয়া রয়েছে। ইতিমধ্যেই ভিডিওটি লক্ষাধিক মানুষ দেখেছেন ইনস্টাগ্রামে।