শিক্ষক হওয়ার স্বপ্নে তিনদিনের সন্তানকে কোলে নিয়েই এসএসসির লড়াই মাসুদার ...
আজকাল | ০৭ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে আজ এসএসসি নিয়োগের পরীক্ষা। রবিবার সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মোতায়েন করা হয়েছে পুলিশ প্রশাসনের কর্মীদের। এরই মাঝে ধরা পরল এক পৃথক ছবি।
কোলের সন্তানকে নিয়েই পরীক্ষাকেন্দ্রে ঢুকছেন এক পরীক্ষার্থী। পরীক্ষার্থীর নাম মাসুদা খাতুন। বাড়ি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের চাঁদনগর এলাকায়। নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে মনে অদম্য ইচ্ছা নিয়ে ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম প্রণব বিদ্যাপীঠ পরীক্ষা কেন্দ্রের সামনে নিজের একরতি সন্তানকে কোলে নিয়ে প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষার্থী মা।
পরীক্ষা শুরু হওয়ার আগে অন্যান্য পরীক্ষার্থীরা যখন একেবারে শেষবেলার প্রস্তুতি সারছেন তখন মাসুদা নিজের সন্তানকে পরিবারের সদস্যের হাতে তুলে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন। এ বিষয়ে মাসুদা খাতুন জানান, 'জীবনের স্বপ্ন শিক্ষক হওয়া। ছোটবেলা থেকে পড়াশোনাও তেমনভাবেই করেছি। এই তিন দিন আগে আমার সন্তান হয়েছে। কিন্তু পরীক্ষা দেব বলে আমি মনস্থির করেছি এবং ফর্ম ফিলাপ করেছি। আমার পরিবারের সকলেই আমার পাশে রয়েছেন। নবাগত সন্তানের মুখ চেয়েই আমি এই পরীক্ষায় বসতে চলেছি। আমার বিষয় জীবন বিজ্ঞান। আমি ছোটবেলা থেকে শিক্ষক হওয়ার জন্যই প্রস্তুতি নিয়েছি।'
এই বিষয়ে মাসুদা খাতুনের স্বামী আমজাদ ফকির বলেন, 'পড়াশোনার প্রতি অদম্য ইচ্ছা এবং শিক্ষক হওয়ার স্বপ্ন মাসুদার চোখে। যখন এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তখন মাসুদা গর্ভবতী ছিল। সেই অবস্থায় মাসুদা পরীক্ষার ফর্ম ফিলাপ করে। হাসপাতালে বসেও মাসুদা এই পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল। এই পরীক্ষার কয়েকদিন আগে আমাদের সন্তান হয়েছে। কিন্তু মাসুদার মনে অদম্য জেদ তাকে পিছু হাঁটতে দেয়নি। মাসুদা আমাদের বলেন সে পরীক্ষা দেবে। তাঁর জীবনের লক্ষ্য সে পূরণ করবে। আমরা তাকে সম্পূর্ণ সমর্থন করেছি।'
এই পরীক্ষায় দেখা গিয়েছে কেউ বা নবাগত পরীক্ষার্থী আবার কেউ প্রাক্তন শিক্ষক। সকলেই এই পরীক্ষায় সামিল হয়েছেন। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে পরীক্ষার্থীকে সকলেই চমকে যান। পরীক্ষার্থীর সাহস ও ইচ্ছেকে কুর্ণিশ জানিয়েছেন সকলে।
প্রসঙ্গত, ফের রাজ্যে হচ্ছে এসএসসি-র শিক্ষক নিয়োগের পরীক্ষা। দীর্ঘ ৯ বছর পর। প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার চাকরিপ্রার্থীর ভাগ্য নির্ধারন হতে চলেছে। বাংলা জুড়ে মোট ৬৩৬টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেবে এসএসসি। ৭ ও ১৪ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষা রয়েছে। ৭ সেপ্টেম্বর নবম ও দশম শ্রেণির এবং ১৪ সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক পরীক্ষা হতে চলেছে।