বছরের শেষ চন্দ্রগ্রহণ, কলকাতায় কখন দেখা যাবে 'রক্তিম চাঁদ'? জানুন সঠিক সময়
আজ তক | ০৭ সেপ্টেম্বর ২০২৫
বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে ৭ সেপ্টেম্বর, রবিবার অর্থাৎ আজ। এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা ভারত থেকে দেখার সৌভাগ্য হবে। রাতের আকাশে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা ‘ব্লাড মুন’ নামেও পরিচিত। ভারতের প্রায় সব প্রান্ত থেকেই এই গ্রহণ দেখা যাবে। ইতিমধ্যেই এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার জন্য উত্তেজনার পারদ বেড়ে গিয়েছে।
চন্দ্রগ্রহণের সময়
ভারতীয় সময় অনুযায়ী, ৭ সেপ্টেম্বর রাত ৯টা বেজে ৫৮ মিনিট থেকে গ্রহণ শুরু হবে। যা শেষ হবে ৮ সেপ্টেম্বর রাত ২টো ২৫ মিনিটে। এরই মাঝে চাঁদের রং হয়ে উঠবে লাল। ভারতে সেই দৃশ্য দেখা যাবে ৭ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত প্রায় ৮২ মিনিট সময় ধরে।
চন্দ্রগ্রহণের সময় জেনে নিন
আংশিক গ্রহণ শুরু: রাত ১১:০১ মিনিট
সর্বোচ্চ গ্রহণ: রাত ১১:৪২ মিনিট
পূর্ণগ্রাস শেষ: রাত ১২:২২ মিনিট (৮ই সেপ্টেম্বর)
আংশিক গ্রহণ শেষ: রাত ১:২৬ মিনিট (৮ই সেপ্টেম্বর)
ব্লাড মুন
মোট প্রায় ৩ ঘন্টা ২৮ মিনিট ধরে চলবে এই গ্রহণ। এর মধ্যে পূর্ণগ্রাস স্থায়ী হবে প্রায় ৮২ মিনিট, যা একে একটি দীর্ঘকালীন চন্দ্রগ্রহণে পরিণত করেছে। এই সময় পৃথিবীর ছায়ায় চাঁদ সম্পূর্ণ ঢেকে যাবে এবং তামাটে-লাল আভায় উজ্জ্বল হয়ে উঠবে, যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত।
কোথা থেকে দেখা যাবে
এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। ভারতের প্রায় সব শহর থেকেই দেখা যাবে। কলকাতা, দিল্লি, মুম্বই, পুণে, লখনউ, হায়দরাবাদ, চণ্ডীগড় থেকে স্পষ্ট এই গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অবশ্যই অনুকূল থাকতে হবে।
কীভাবে দেখবেন
চন্দ্রগ্রহণ দেখার জন্য কোনো বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ নিরাপদ এবং খালি চোখে দেখা যায়। তবে টেলিস্কোপ বা বাইনোকুলারের সাহায্যে দেখলে চাঁদের সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করা সম্ভব।