বন্যা কবলিত পাঞ্জাবে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর: অতি বৃষ্টির জেরে ধ্বংসলীলা চলছে জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে। পরিস্থিতি একই পাঞ্জাবেও। দেশের বৃহৎতম কৃষি ক্ষেত্র পাঞ্জাবে ব্যাপক বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক এলাকা। জলের তলায় চলে গিয়েছে একাধিক বাড়ি-ঘর, জলমগ্ন হেক্টরের পর হেক্টর চাষের জমি। মাথায় হাত কৃষকদের। অতি বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬। এক লক্ষ ৭৫ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। সীমান্তবর্তী এলাকায় বিএসএফের খালি করা চেকপোস্টে আশ্রয় নিচ্ছেন বাসিন্দারা। একাধিক নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে। এই পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী ৯ সেপ্টেম্বর পাঞ্জাব সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চীন থেকে ফিরেই পাঞ্জাবের বন্যা নিয়ে সেখানকার মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে কথা বলেছিলেন মোদি। তারপরেই তিনি সিদ্ধান্ত নেন বন্যা কবলিত একাধিক রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখবেন।জানা গিয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর পাঞ্জাবের গুরদাসপুরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে বন্যার কবলে পড়া বাসিন্দা ও কৃষকদের সঙ্গে দেখা করবেন তিনি। এমনটাই এক্স হ্যান্ডলে জানিয়েছে বিজেপির পাঞ্জাব ইউনিট। সূত্রের খবর, কেন্দ্র স্থির করেছে পাঞ্জাবের এই কঠিন সময়ে সবরকম সাহায্য করা হবে। কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায় তা নিয়েও আলোচনা চলছে। পাঞ্জাব সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিস্থিতির সঙ্গে লড়াই করার বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকারও। সূত্রের খবর, পাঞ্জাব সফরে গিয়ে সেখানকার শতদ্রু, বিয়াস, রবি, ঘাগ্গার নদীগুলির উপর থাকা বাঁধ শক্তিশালী করার বিষয়ে পরামর্শ দিতে পারেন প্রধানমন্ত্রী। এমনকী বন্যায় বিপর্যস্ত কৃষকদের জন্য তিন ধাপে সাহায্যের কথাও ঘোষণা করতে পারেন মোদি।