• মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা! নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে খতম মাওবাদী নেতা
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • রাঁচি, ৭ সেপ্টেম্বর: মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। শীর্ষস্থানীয় মাওবাদী নেতা অমিত হাঁসদাকে নিকেশ করা গিয়েছে। আজ, রবিবার সকালে ঝাড়খণ্ডের ছাইবাসার পশ্চিম সিংভূম জেলার সারান্ডার জঙ্গলে অমিত হাঁসদার সন্ধান পায় নিরাপত্তা বাহিনী। সেইমতো অভিযানে যায় জওয়ানরা। সারান্ডার জঙ্গলে পৌঁছতেই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে অমিত হাঁসদা। পাল্টা এনকাউন্টারে ওই মাওবাদী নেতাকে নিকেশ করে নিরাপত্তা বাহিনী। তার মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা।অমিত হাঁসদা ওরফে আপ্তানের কাছ থেকে মিলেছে এসএলআর রাইফেল, প্রচুর বিস্ফোরক ও অন্যান্য অস্ত্র। যদিও তল্লাশি অভিযান এখনও বজায় রেখেছেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। ওই এলাকায় আরও মাওবাদীদের লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। 
  • Link to this news (বর্তমান)