দুর্গাপুরের নিউটাউনশিপে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়
বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অমরাবতী ভ্যাম কলোনিতে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ভৈরব ক্ষেত্রপাল(২৩)। গত ৩ সেপ্টেম্বর থেকেই নিখোঁজ ছিল ভৈরব। আজ, রবিবার সকালে বাড়ির অদূরে একটি গাছের ডাল থেকে তাঁর মৃতদেহ ঝুলতে দেখা যায়। পরিবারের লোকজনের অভিযোগ, তাঁকে খুন করে ওই গাছের ডালে টাঙিয়ে দেওয়া হয়েছে।মৃতের দিদি সীমা ক্ষেত্রপালের অভিযোগ, ভাইয়ের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়েটির অন্য একজনের সঙ্গে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর থেকেই সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। অভিযোগ, মেয়েটির পরিবারের লোকজনই ভাইকে খুন করেছে। তারপরেই ওই মেয়েটির দিদি ও জামাইবাবুর বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। তাদের অভিযোগ পুলিশের কাছে পুরো বিষয়টি জানানো হলেও কোনও পদক্ষেপ নেয়নি।