এসএসসি: বারুইপুর কলেজে এক পরীক্ষার্থীকে হেনস্তার অভিযোগ
বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, বারুইপুর: এসএসসি’র নবম-দশম শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে গিয়ে বারুইপুর কলেজে হেনস্তার শিকার হলেন এক পরীক্ষার্থী। ওই মহিলা পরীক্ষার্থীকে কলেজের অধ্যাপক দীপঙ্কর বিশ্বাস বলেন, তাঁর অ্যাডমিটে ভুল আছে। পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না। ওই পরীক্ষার্থী কী ভুল রয়েছে জানতে চান। তখন কারণ জানানোর বদলে, অধ্যাপক দীপঙ্কর বিশ্বাস বলেন আপনার অ্যাডমিটে ‘ক্যানসেল’ লেখা আছে, দেওয়া যাবে না পরীক্ষা। এই নিয়ে যখন তীব্র উত্তেজনার সৃষ্টি হয়, তখনই সংবাদমাধ্যমের উপর ওই অধ্যাপক চড়াও হন।কলেজ থেকে সকল সাংবাদিকদের বেরিয়ে যেতে বলেন। এই উত্তেজনার মধ্যে পরীক্ষার্থীর সঙ্গে কথা বলতে আসেন বারুইপুর কলেজের প্রিন্সিপাল চঞ্চল মণ্ডল ও অন্য এক অধ্যাপক। ততক্ষণে কান্নায় ভেঙে পড়েছেন ওই মহিলা পরীক্ষার্থী। শেষে অ্যাডমিট খতিয়ে দেখে সব ঠিক আছে বলেন কলেজের প্রিন্সিপাল। তখনই ওই পরীক্ষার্থী অভিযোগ করেন, তিনি সত্যি চলে গেলে কী হতো। কেন ১৫ মিনিট ধরে এই হেনস্তা করা হল। তারপরে তাঁকে বুঝিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়। বারুইপুর কলেজের প্রিন্সিপালের হস্তক্ষেপে সে পরীক্ষায় বসেছে বলে জানা গিয়েছে।