• নভেম্বরে হতে চলেছে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা
    দৈনিক স্টেটসম্যান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • এবার রাজ্যে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, আগামী নভেম্বরেই অনুষ্ঠিত হতে চলেছে এই নিয়োগ পরীক্ষা, যেখানে প্রথমবার অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও অন্যান্য সহযোগী পুলিশ কর্মীরা।

    বিধানসভা নির্বাচনের আগে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করাকে রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এই কর্মীদের জন্য থাকবে ১৫ শতাংশ সংরক্ষিত কোটা, এবং পরীক্ষায় বসার সর্বোচ্চ বয়সসীমা নির্ধারিত হয়েছে ৩৫ বছর।

    দীর্ঘদিন ধরেই এই শ্রেণির কর্মীরা অভিযোগ জানিয়ে আসছিলেন, তাঁদের সরকারি চাকরির পরীক্ষায় বসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। অবশেষে পুলিশ ওয়েলফেয়ার কমিটির সুপারিশ মেনে তাঁদের দাবিকে মান্যতা দিল রাজ্য প্রশাসন।

    প্রশিক্ষণ সংক্রান্ত সমস্যার কথা মাথায় রেখে পুলিশ ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়মিত কাজের পাশাপাশি যাতে প্রস্তুতি নেওয়া সম্ভব হয়, তার জন্য অনলাইন প্রশিক্ষণ ক্লাসের আয়োজন করা হয়েছে। এতে কর্মরত সিভিক ও সহযোগী পুলিশ কর্মীরা সুবিধা মতো সময় বের করে প্রস্তুতি নিতে পারবেন।

    পুলিশ দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবারের পরীক্ষায় সিভিক ও সহযোগী পুলিশ কর্মীদের মধ্যে প্রায় ৫ হাজারেরও বেশি কর্মী অংশগ্রহণ করতে পারেন বলে অনুমান করা হচ্ছে। রাজ্য সরকারের এই উদ্যোগ একদিকে যেমন কর্মসংস্থান বৃদ্ধির দিশা দেখাবে, তেমনি দীর্ঘদিনের অসন্তোষ মেটাতে সহায়ক হবে বলেই মনে করা হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)