ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় আদালত অবমাননার অভিযোগের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে রয়েছে আদালত অবমাননার ওই মামলা। সেই মামলার প্রেক্ষিতে হাইকোর্ট প্রশ্ন তোলে, কেন সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের আগে হাইকোর্টের নির্দেশ কার্যকর করেনি বোর্ড? আদালতের পর্যবেক্ষণ, ২০২৪ সালের রায় লঙ্ঘন করে জয়েন্ট বোর্ড আদালতের নির্দেশ অমান্য করেছে।
প্রসঙ্গত, ওবিসি তালিকা সংক্রান্ত জটিলতার জেরে দীর্ঘ দিন ধরে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ আটকে ছিল। কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয়, ২০১০ সালের পূর্ববর্তী ওবিসি তালিকা অনুসারে ফল প্রকাশ করতে হবে। সেই রায়ের পর বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে ওঠে পৃথক মামলা। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। সেই পরিপ্রেক্ষিতেই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করা হয়।
কিন্তু হাইকোর্টে চলা আদালত অবমাননার মামলায় বোর্ডকে প্রশ্নের মুখে পড়তে হয়। এই পরিস্থিতিতে আদালত অবমাননার অভিযোগ খারিজের আবেদন নিয়ে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এই মামলার ভবিষ্যৎ রূপরেখা এখন অনেকটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের উপর। পরিস্থিতির দিকে তাকিয়ে গোটা রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রী এবং তাদের পরিবার।