কিরণ মান্না: গাড়ির হেল্পার গাড়ি থেকে পড়ে যেতেই পিছনের গাড়ি পিষে দিল দেহ। স্থানীয় বেসরকারি হাসপাতাল মৃত বলে ঘোষণা করল। তার পরই দেহ রাস্তায় ফেলে চম্পট দিল গাড়ির ড্রাইভার। অমানবিক ঘটনাটি তমলুকের। ভিড় জমিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসীরা। ঘটনাস্থলে পুলিস।
পিক-আপ ভ্যান থেকে
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের পিতুলসাহা গ্রামে এই পথদুর্ঘটনার ঘটনা ঘিরে ছড়াল চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় মৃত ওই ব্যক্তির নাম শেখ শফিকুল (বয়স ২২)। বাবা শেখ গফুর আলি তমলুক থানার ডুমরা গ্রামের বাসিন্দা। এক স্থানীয় বাসিন্দা বলেন, ওই ব্যক্তি পিকআপ ভ্যানের হেল্পারি করতেন। বিভিন্ন ভাটা থেকে ইট গাড়িতে করে নিয়ে ঘাটাল পৌঁছে দিতেন। ঘাটাল থেকে বাড়ি ফেরার পথে দেউলিয়া বাজারের কাছাকাছি ওই ব্যক্তি পিক আপ ভ্যান থেকে পড়ে যান।
রাস্তায় পড়ে দেহ
ওই রাস্তাতেই পিছনের যে গাড়িটি আসছিল, সেই গাড়িটি শেখ শফিকুলকে পিষে দেয়। ওই ব্যক্তিকে গাড়িতে তুলে স্থানীয় একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়া হলে সেখানকার ডাক্তারেরা শফিকুলকে মৃত ঘোষণা করেন। তবে, তাঁরা তাঁকে তমলুক হাসপতালে নিয়ে যেতে বলেন।
পুলিসি তদন্ত
কিন্তু ড্রাইভার ওই দেহ নিয়ে গিয়ে পিতুলসাহা গ্রামের রাস্তার ধারে ফেলে রাখে। আর তার পরেই চম্পট দেন। স্থানীয় লোকেরা দেখতে পেয়ে পুলিসে খবর দেন। ততক্ষণে শফিকুলের বাড়ির লোকজনও খবর পেয়ে ছুটে আসে পিতুলসাহা গ্রামে। তমলুক থানার পুলিস এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য তমলুক হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিস।