জমি বিবাদে বধূকে অর্ধনগ্ন করে গাছে বেঁধে ‘মার’, অভিযুক্ত গ্রামেরই ৪ মহিলা
প্রতিদিন | ০৭ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমি নিয়ে বিবাদ! মহিলাকে গাছে বেঁধে প্রায় অর্ধনগ্ন করে মারধর করার অভিযোগ উঠল গ্রামেরই চার মহিলার বিরুদ্ধে। নির্যাতিতা মহিলা পুলিশে অভিযোগ করার কথা বললেও কথা কানে তোলেননি অভিযুক্তরা। তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কুড্ডালোর জেলার পানরুতিতে। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, মহিলার শাড়ি দিয়েই তাঁকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। ঘিরে রয়েছে চার মহিলা। ভিডিওতে গালিগালাজ, মারধর, এমনকী তাঁর ব্লাউজ খুলে দেওয়ারও চেষ্টা করতে দেখা গিয়েছে। (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন)। একজন মহিলাকে বলতে শোনা যায়, “তুমি কুকুরের সমান।” অন্য একজনকে লাঠি নিয়ে মহিলাকে আঘাত করে। অন্য একমহিলাকে নির্যাতিতাকে চুল টেনে ধরতে দেখা গিয়েছে। আক্রমণ থেকে বাঁচতে এক মহিলাকে জড়িয়ে ধরতে দেখা যায়।
ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় পুলিশ বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পলাতক বলে জানিয়েছে পুলিশ। তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, “পলাতক অভিযুক্তদের খোঁজে আমরা বিশেষ দল গঠন করেছি। জমি সংক্রান্ত কোনও বিরোধের কারণে এই ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। তদন্ত চলছে।”