• মদ্যপ অবস্থায় বধূকে ‘শ্লীলতাহানি’, কাঠগড়ায় গোঘাটের তৃণমূল নেতা
    প্রতিদিন | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • সুমন করাতি, হুগলি: মদ্যপ অবস্থায় বধূকে শ্লীলতাহানির অভিযোগ গোঘাটের তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে গোঘাট-২ ব্লক এলাকায়। লেগেছে রাজনৈতিক রং। তৃণমূলকে দুষেছে বিজেপি। তবে গোটা ঘটনা অস্বীকার করেছে অভিযুক্তের স্ত্রী।

    জানা গিয়েছে, গোঘাটের মান্দারণ গ্রামের এক মহিলা টোটোয় ফিরছিলেন। একই টোটোয় ওঠেন পঞ্চায়েত সমিতির সভাপতি সামিনা বেগমের স্বামী কাজি আবদুল মনির। অভিযোগ, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। চলন্ত টোটোতেই বধূর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। প্রতিবাদ করলে ছাপার অযোগ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ। বাড়িতে গিয়ে পরিবারকে বিষয়টি জানান মহিলা। রাত বাড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আবদুলের গ্রেপ্তারের দাবিতে সরব হন স্থানীয়রা। নির্যাতিতার ছেলে বলেন, “মা বাড়ি ফিরছিলেন। সেই সময় ওই তৃণমূল নেতা মার শ্লীলতাহানি করে। ওকে গ্রেপ্তার করা হোক।” 

    স্থানীয় বিজেপি নেত্রী জানিয়েছেন, “এটাই তৃণমূল। এটাই ওদের সংস্কৃতি। রাজ্যের মহিলা সুরক্ষিত নন।” গোঘাট ২ ব্লক তৃণমূল সভাপতি সৌমেন দিগার বলেন, “আমি সংবাদমাধ্যম থেকেই বিষয়টি জানতে পেরিছি। পুলিশ তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাঁকে ছাড়া হবে না। উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানাব।” তবে স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতির সামিনা বেগম। তাঁর দাবি, সিপিএম, বিজেপি মিলে চক্রান্ত করে তাঁর স্বামীকে ফাঁসাতে চাইছে।
  • Link to this news (প্রতিদিন)