• নির্বিঘ্নে শেষ SSC পরীক্ষা, হাসিমুখে পরীক্ষাকেন্দ্র থেকে বেরলেন পরীক্ষার্থীরা
    প্রতিদিন | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • সুপ্রিম কোর্টের এক কলমের আঁচড়ে চাকরিহারা অন্তত ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। সর্বোচ্চ আদালতের নির্দেশমতো প্রায় ৯ বছর পর রবিবার রাজ্যে ফের এসএসসি। প্রশ্নপত্র ফাঁস রুখতে সতর্ক কমিশন। এদিন নবম-দশম শ্রেণির পরীক্ষায় বসছেন ৩ লক্ষেরও বেশি। SSC সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্যের জন্য নজর রাখুন লাইভ আপডেটে। 

    দুপুর ১.৩০: শেষ হল এসএসসি’র নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা।
    বেলা ১২.১৫: পুলিশি ঘেরাটোপে এসএসসি পরীক্ষাকেন্দ্রে ভুয়ো ফেসবুক পোস্ট করে ধৃত অরিন্দম পাল।

    বেলা ১২: নির্বিঘ্নে শুরু SSC পরীক্ষা। 

    বেলা ১১.৫১: শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে বাংলায় বিজেপিশাসিত রাজ্যের চাকরিপ্রার্থীরা।

    বেলা ১১.০৯: এসএসসি পরীক্ষা দিতে পরীক্ষাকেন্দ্রে ‘যোগ্য’ চাকরিহারা সুমন বিশ্বাস। চুঁচুড়া বিনোদিনী বালিকা বিদ্যালয়ে সিট পড়েছে তাঁর। সুমনের স্ত্রী ও ভাইও পরীক্ষা দিচ্ছেন। সুমনের স্ত্রী নীলিমার সিট পড়েছে চুঁচুড়া শিক্ষামন্দির স্কুল। সুমনের ভাই সঞ্জয়ের সিট পড়েছে এইচইটিসি কলেজে।

    সকাল ১০.৪৬: পরীক্ষা দিতে সোনারপুর বিদ্যাপীঠে আন্দোলনাকারীদের অন্যতম মুখ মেহবুব মণ্ডল। পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে তিনি বলেন,  “প্রতিবাদ জানাতে কালো পাঞ্জাবি পরে এসেছি। মানসিক প্রস্তুতি নেওয়া আপেক্ষিক। আমরা মানসিকভাবে বিপর্যস্ত। আবার নতুন করে চাকরির পরীক্ষা দেওয়া চাপের। সবার পক্ষে সম্ভব নয়। রাষ্ট্রীয় উদ্যোগে অসাংবিধানিক উপায়ে বিচারব্যবস্থার মধ্যস্থতায় নিরপরাধীদের বলি দেওয়া হয়েছে।”

    সকাল ১০: খুলল পরীক্ষাকেন্দ্রের দরজা। নির্দিষ্ট নথিপত্র খতিয়ে দেখে ঢুকতে দেওয়া হচ্ছে প্রার্থীদের।

    সকাল ৯.৫৫: পরীক্ষাকেন্দ্রে যাচ্ছে ওএমআর শিট। 

    সকাল ৯.৪৫: সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হবে পরীক্ষার্থীদের।

    সকাল ৯.৩৯: পরীক্ষার্থীদের সুবিধায় চলছে অতিরিক্ত সরকারি বাস। 
    সকাল ৮.৩৬: পরীক্ষাকেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের ভিড়।
  • Link to this news (প্রতিদিন)