এক্স রশ্মিতেও নষ্ট হবে না ফিল্ম ও মেমরি কার্ড! নজরদারিতে পুলিশের হাতে ২ কোটির ব্যাগেজ স্ক্যানার
প্রতিদিন | ০৭ সেপ্টেম্বর ২০২৫
অর্ণব আইচ: এক্স রশ্মি ক্যামেরা ভেদ করলেও তা নষ্ট করবে না ফিল্ম। বৈদ্যুতিন ক্যামেরা মোবাইলও বা যদি ভেদ করে রশ্মি, তবে অটুট থাকবে মেমরি কার্ড। এক্স-রে ব্যাগেজ স্ক্যানার হবে এতটাই আধুনিক। আর প্রয়োজন মতো এই স্ক্যানার নিয়েই বিশেষ জায়গায় পৌঁছে যাবে পুলিশ। উৎসবের ভিড়েও যদি কোনও কোনও অঘটন রুখতে পর পর ব্যাগ পরীক্ষা করার প্রয়োজন হয়, তবে সেখানেও নিয়ে যাওয়া যাবে সেই ব্যাগেজ স্ক্যানার। প্রায় দু’কোটি টাকা খরচ করে এরকম দু’টি ‘ভেহিক্যাল মাউন্টেড ব্যাগেজ স্ক্যানার’ কিনছে লালবাজার।
পুলিশ জানিয়েছে, লালবাজার-সহ কলকাতার গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে রয়েছে এক্স-রে ব্যাগেজ স্ক্যানার। বিশেষ করে মেট্রো স্টেশনে প্রবেশের আগে প্রায় প্রত্যেকটি ব্যাগই স্ক্যান করে নেওয়া হয়। কিন্তু কোনও গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে ভিড়ের কারণে অল্প সময়ের জন্য ব্যাগ পরীক্ষার প্রয়োজন, সেখানে ব্যাগ খুলে পরীক্ষা করতে হয় পুলিশকে।
কারণ, ব্যাগেজ স্ক্যানার রয়েছে বিশেষ জায়গাগুলিতে। সামনে পুজো ও উৎসব। তার পরই বেজে উঠবে ভোটের দামামা। একের পর এক ভোটকেন্দ্রিক রাজনৈতিক সমাবেশ হবে শহরের বিশেষ প্রান্তে। ওই সমাবেশে উপস্থিত থাকবেন ভিআইপি ও ভিভিআইপিরাও।
এই ধরনের সমাবেশে নাশকতার মতো কোনও অঘটন এড়াতে প্রয়োজন পর পর ব্যাগ পরীক্ষার। আবার শীতের মেজাজে শহরের কয়েকটি পর্যটনের জায়গায় প্রচণ্ড ভিড় হয়। সেখানেও কোনও দুর্ঘটনা এড়াতে প্রয়োজন হয় ব্যাগ পরীক্ষার। ভিড়ের মধ্যে প্রত্যেকের ব্যাগ খুলে পরীক্ষা করা সহজ নয়। তাই এবার থেকে সেই জায়গায় গাড়িতে করে নিয়ে যাওয়া হবে সেই ব্যাগ স্ক্যানার। এখন যে ব্যাগ স্ক্যানারগুলি রয়েছে, সেগুলিকে কেন্দ্র করে কিছু অভিযোগ আসে পুলিশের কাছে।
পুলিশের সূত্র জানিয়েছে, বিভিন্ন সময় অভিযোগ আসে যে, ব্যাগের মধ্যে ক্যামেরা স্ক্যান করার পর দেখা গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে ফিল্ম। আবার এক্স-রে স্ক্যান করার পর এমনও দেখা গিয়েছে যে, ব্যাগের মধ্যে থাকা মোবাইল বা বৈদ্যুতিন ক্যামেরার মেমরি কার্ড বিকল হয়ে গিয়েছে। পুলিশের এক আধিকারিক জানান, নতুন ব্যাগেজ স্ক্যানারে এমন ব্যবস্থা থাকবে, যাতে কোনও ফিল্ম বা মেমরি কার্ড নষ্ট না হয়। এ ছাড়াও এক ঘণ্টায় যাতে অন্তত ৩০০টি ব্যাগ পরীক্ষা করা যায়, স্ক্যানারে সেই ব্যবস্থা থাকবে।
স্ক্যানারের মনিটরের স্ক্রিন থাকবে অন্তত ২১ ইঞ্চি। তাতে চোখ রেখে নজরদারি চালাবেন পুলিশ আধিকারিকরা। স্ক্যানারে ‘কালার কোডেড ইমেজিং’ থাকবে। কোনও ধাতব বস্তু, জৈব বা অজৈব সামগ্রী, কোনও তরল যদি বেশি ঘন হয়, তবে সেগুলি আলাদা আলাদা রং দিয়ে চিহ্নিত করার ব্যবস্থা থাকবে। যে গাড়িটির ভিতর এই স্ক্যানার যন্ত্রটি থাকবে, সেটি সম্পূর্ণ বাতানুকূল। এছাড়াও স্ক্যানার নিয়ে যাতে খুব তাড়াতাড়ি প্রয়োজনমতো গাড়ি পৌঁছে যায়, সেই ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।