• সফল SSC, ‘আগামী রবিবারের পরীক্ষাও স্বচ্ছ হবে’, আশা ব্রাত্যর
    প্রতিদিন | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর প্রথম এসএসসি। রবিবারের পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়েছে। পরীক্ষা শেষের পর X হ্যান্ডেলে পরীক্ষার্থী, আধিকারিকদের শুভেচ্ছা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

    তিনি লেখেন, “আজ রাজ্যের ৬৩৬টি পরীক্ষাকেন্দ্রে প্রায় সাড়ে ৩ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। নবম-দশম শ্রেণির SSC পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়েছে। পরীক্ষার্থী, আধিকারিক, স্কুলশিক্ষা দপ্তর-সহ সমস্ত আধিকারিককে শুভেচ্ছা জানাই। আমি আশা করি আগামী রবিবারের একাদশ-দ্বাদশ শ্রেণির এসএসসি পরীক্ষাকে স্বচ্ছ রাখতে সমস্ত সাহায্য করবেন প্রশাসনিক কর্তাব্যক্তিরা।”

    প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের এক কলমের আঁচড়ে চাকরিহারা অন্তত ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, ফের পরীক্ষা নিয়ে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সেই অনুযায়ী দু’দফায় এসএসসি পরীক্ষার বন্দোবস্ত করা হয়। ৭ সেপ্টেম্বরের পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। পরীক্ষায় যাতে কোনওরকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে একাধিক পদক্ষেপ করে কমিশন।

    এদিন সকাল ১০টা থেকে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু করেন। নথিপত্র খতিয়ে দেখে তাঁদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়। এবার অ্যাডমিট কার্ড নকল রুখতে বিশেষ বার কোড স্ক্যানারের বন্দোবস্ত করা হয়। প্রশ্নফাঁস রুখতেও একগুচ্ছ পদক্ষেপ করা হয়। শনিবারই এসএসসি’র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছিলেন, প্রশ্নপত্রে ছবি তুলে ফাঁস করার চেষ্টা করলে তা জানতে পারবে SSC। তবে এদিন কোথাও কোনও প্রশ্নফাঁসের চেষ্টা হয়নি বলেই কমিশন সূত্রে খবর।
  • Link to this news (প্রতিদিন)