• আদালত চত্বরেই আক্রান্ত মহিলা,শৌচাগার থেকে বাইরে আসতেই মুখের উপর ঝাঁপিয়ে পড়ল কুকুর
    এই সময় | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • পথকুকুর নিয়ে বিতর্কের মধ্যে ফের আক্রান্ত এক মহিলা। ওই মহিলা আক্রান্ত হয়েছেন আদালত চত্বরেই। কুকুর ঝাঁপিয়ে পড়ে মহিলার মুখের উপর। কুকুরের আক্রমণে রক্তাক্ত হয়েছেন তিনি। গুরুতর জখম হয়েছে তাঁর মুখ। কর্নাটকের আদালতের ঘটনা।

    পুলিশ জানিয়েছে, শনিবার এই ঘটনা ঘটেছে কর্নাটকের তুমাকুরু জেলার গুব্বি কোর্ট চত্বরে। আদালত প্রাঙ্গণে একটি পথকুকুর ওই মহিলাকে হিংস্রভাবে আক্রমণ করে।

    জানা গিয়েছে, আক্রান্ত মহিলার নাম গাঙ্গুবাই। ৩৫ বছর বয়সি ওই মহিলা সেখানকার টিপটুর তালুকের বীরসান্দ্রা গ্রামের বাসিন্দা। পারিবারিক বিবাদ সংক্রান্ত মামলায় আদালতে গিয়েছিলেন তিনি।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই মহিলা গিয়েছিলেন আদালতের শৌচাগারে। সেখান থেকে বাইরে আসতেই হঠাৎই তাঁর উপর একটি পথকুকুর ঝাঁপিয়ে পড়ে। ওই মহিলা পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। কুকুরটি তাঁকে একাধিকবার আক্রমণ করে। ওই মহিলার মুখেও কামড়ে দেয় পথকুকুরটি। সেই সময়ে একজন ব্যক্তি কোনও রকমে তাঁকে রক্ষা করেন। কুকুরটিকে তিনি ঠেলে ফেলে দেন।

    ওই ঘটনার পরেই আরও কয়েক জন ছুটে যান কুকুরটির দিকে। এই ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা ওই পথকুকুরটিকে তাড়া করে পিটিয়ে মেরে ফেলেছেন বলে জানা গিয়েছে।

    এ দিকে, স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যান গুব্বি তালুক হাসপাতালে। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বেঙ্গালুরু নিয়ে যাওয়া হয়েছে।

    আর এক দিকে, হোন্নালি তালুকের মাভিনা কোট এবং সাসভেহাল্লি গ্রামে পথকুকুরের আক্রমণে চার শিশু এবং একজন বৃদ্ধ আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।

  • Link to this news (এই সময়)