• পুজোয় ডেঙ্গি প্রতিরোধে বিশেষ সতর্কতা, কী নির্দেশ পুরসভার?
    এই সময় | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • পুজোর প্যান্ডেলে ব্যবহৃত বাঁশের মাথায় যাতে জল না-জমে, তার জন্য প্লাস্টিক দিয়ে আটকে দিতে হবে। অথবা বালি দিয়ে বন্ধ করতে হবে। সেই সঙ্গে প্যান্ডেলের চারপাশ পরিচ্ছন্ন রাখাও বাধ্যতামূলক। ডেঙ্গি প্রতিরোধে জলপাইগুড়ি পুরসভা এ বার এমনই নির্দেশ দিয়েছে পুজো কমিটিগুলোকে।

    কমিটির কর্মকর্তারা নির্দেশ মানছেন কি না, সে দিকে নজর রাখবে পুরসভার একটি টিম। প্রতিটি প্যান্ডেলের চারপাশে মশা মারার তেল ছড়ানো হবে। পাশাপাশি প্রায় ৭০টি রাস্তা সংস্কার, আবর্জনা অপসারণেও জোর দিচ্ছে পুরসভা। ইতিমধ্যেই শহরের বিগ বাজেটের পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন পুরকর্তারা।

    পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, মাইকিং করে সবাইকে বলা হচ্ছে, মহালয়ার আগেই ঘরদোর সাফাই করে আবর্জনা বাইরে বের করে দেওয়ার জন্য। মহালয়ার পরে পুরসভার গাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করে নিয়ে আসবে। এর জন্য ২০টি গাড়ি কাজে লাগানো হবে। পুজোয় প্রত্যেকদিন এক ঘণ্টা করে, বাড়তি জল সরবরাহ করবে পুরসভা।

  • Link to this news (এই সময়)