• 'সোশ্যাল মিডিয়ার জাদু', এ এক বিরল ঘটনা! বহুবছর আগে হারানো ছেলেকে ফিরে পেলেন মা, অফিসারকে ঘিরে হইহই
    আজকাল | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়া সম্প্রতি একটি শক্তিশালী জায়গা। এর ফলাফল আজকের সময়ে দাঁড়িয়ে কতটা ব্যাপক হয়ে উঠেছে, তা প্রমাণ করলো উত্তর প্রদেশের দেওরিয়ার একটি চাঞ্চল্যকর ঘটনা। এই ঘটনায় দেখা গিয়েছে, এক সামান্য ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে বহু বছর আগে হারিয়ে যাওয়া এক মা ও ছেলের পুনর্মিলন ঘটেছে। এই ঘটনা ঘিরে নেটপাড়া জুড়ে শোরগোল পড়ে গিয়েছে ইতিমধ্যেই।

    উত্তর প্রদেশ পুলিশের এক হেড কনস্টেবল আশ্বিনী মালিক। খবর অনুযায়ী, তিনি আমরোহাতে কর্মরত। এর পাশাপাশি ইনস্টাগ্রামে তাঁর প্রায় ৪৫ লাখের বেশি ফলোয়ার রয়েছে। কিছুদিন আগে তিনি একটি ইনস্টাগ্রাম পোস্ট করেন ও পুরো ঘটনা বিস্তারিত লেখেন। এরপর ৩ সেপ্টেম্বর, মুম্বইয়ের এক ব্যক্তি ওই পোস্টে তাঁর হারিয়ে যাওয়া কাকাকে চিনে ফেলেন। সঙ্গে সঙ্গে তিনি আশ্বিনী মালিকের সঙ্গে যোগাযোগ করেন। এরপর আশ্বিনী ওই যুবককে তাঁর কাকার সঙ্গে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন।

    যখন ভিডিও কলে সেই ব্যক্তি পরিবারের সঙ্গে যুক্ত হন, তখনই ঘটে এক আশ্চর্যজনক এবং একইসঙ্গে হৃদয়বিদারক একটি ঘটনা৷ স্ক্রিনে ছিলেন তাঁর মা ৭৭ বছর বয়সী রাসুমা বানো। তিনিই নিশ্চিত করেন যে এই যুবক অর্থাৎ ভিডিওকলে উল্টোদিকের স্ক্রিনে তাঁরই বহু বছর আগে হারিয়ে যাওয়া ছেলে। প্রৌঢ়া জানান, এতদিন তিনি ভাবতেন যে তাঁর ছেলেকে আর কোনওদিন দেখতে পাবেন না। কিন্তু একটি সামান্য ইনস্টাগ্রাম পোস্টই তাঁদের আবার একত্রিত করলো।

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই নিয়ে পঞ্চমবার এমনটি ঘটল, যেখানে হেড কন্সটেবল আশ্বিনী মালিক এভাবে হারিয়ে যাওয়া মানুষকে তাঁদের পরিবারের সঙ্গে পুনরায় মিলিয়ে দিতে সক্ষম হলেন।

    তবে সব পুনর্মিলন এমন আনন্দদায়ক হয় না। উত্তর প্রদেশের হারদোই জেলার ঘটনা৷ এক যুবতী ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাঁর বহুদিনের নিখোঁজ স্বামীকে খুঁজে পান। কিন্তু তাঁর এই খোঁজ পাওয়া নিশ্চিন্তের নয় বরং তার বদলে নতুন এক সমস্যার সৃষ্টি করে।

    ওই যুবতীর নাম শিলু। খবর মারফত জানা গিয়েছে, ২০১৮ সালে তাঁর গর্ভাবস্থায় স্বামী জিতেন্দ্র ওরফে বাবলুর দ্বারা চরম ভাবে পরিত্যক্ত হন। জিতেন্দ্র তখন থেকে পাঞ্জাবের লুধিয়ানায় লুকিয়ে বসবাস করতে শুরু করেন। সেখানে তিনি অন্য এক মহিলাকে বিয়ে করেন বলে অভিযোগ শিলুর৷ 

    সম্প্রতি শিলু ইনস্টাগ্রামে একটি ভিডিওতে তাঁর স্বামীকে আচমকা দেখতে পান। দেখার সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হন শিলু। অভিযোগ পেয়ে পুলিশ প্রাথমিক তদন্ত চালায়৷ এরপর জিতেন্দ্রর পরিচয় ও অবস্থান নিশ্চিত করে এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। এই ঘটনা জানাজানি হতেও চারিদিকে চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ 

    প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া শুধু যোগাযোগের একটি মাধ্যম নয়, বরং এটি আজকের সমাজে মানুষের জীবন বদলে দেওয়ার মতো এক শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়েছে।
  • Link to this news (আজকাল)