নিম্নচাপের জেরে গুজরাট ও মরুভূমি ডুবল! অতিবৃষ্টিতে রাজ্যের বেহাল অবস্থা, লাল সতর্কতা জারি ...
আজকাল | ০৮ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারতের আবহাওয়া দপ্তর (IMD) গুজরাটের বিভিন্ন জেলার জন্য একটি রেড অ্যালার্ট জারি করেছে। সেখানে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়েছে। এর জেরে এই ভারী বর্ষণের ঘটনা ঘটছে। এই নিম্নচাপ পশ্চিম দিকে সরে গিয়ে দক্ষিণ রাজস্থান এবং উত্তর গুজরাট সংলগ্ন এলাকায় একটি ঘনীভূত নিম্নচাপে পরিণত হয়েছে।
ভারী বৃষ্টির কারণে গুজরাটের নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলস্বরূপ স্বাভাবিক জীবনযাত্রা চরম ব্যাহত হয়েছে। রাজ্যের বেশ কয়েকটি নদী, যেমন নর্মদা, তাপ্তি এবং সবরমতী নদীতে জল প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে নিচু এলাকাগুলোতে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে।
গুজরাটের সুভানপুরা, তারসালি এবং ভদসার এলাকার বিভিন্ন আবাসিক কমপ্লেক্সে ৬ সেপ্টেম্বর ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দেয়। ভদোদরায় বিশ্বামিত্রী নদীর জল ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় কোটেশ্বর রোডের একটি অংশ বন্ধ করে দিতে বাধ্য হয় সেখানকার পৌর কর্তৃপক্ষ।
স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে এবং দুর্যোগ মোকাবেলা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
এদিকে রাজস্থানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জয়পুর আবহাওয়া কেন্দ্র জানিয়েছে যে রাজ্যের বিভিন্ন অংশে আগামী দিনে আরও প্রবল বৃষ্টিপাত হতে পারে।
গত ২৪ ঘণ্টায় কিছু স্থানে অতিভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে জালোর জেলার সাঞ্চোরে৷ সেখানে ২১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্র জানিয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার জালোর, সিরোহি, বারোমার, বালোত্রা, উদয়পুর ও সংলগ্ন জেলাগুলোতে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগের দমকা হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এক-দু'টি স্থানে অতিভারী বৃষ্টিও হতে পারে।এছাড়া আগামী ৮ সেপ্টেম্বর বারমের, জালোর ও জয়সলমের জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এহেন দুর্যোগের পরিস্থিতিতে সংশ্লিষ্ট রাজ্যগুলোর প্রশাসন এবং দুর্যোগ মোকাবেলাকারী সংস্থাগুলোর ওপর অতিরিক্ত চাপ পড়েছে। নাগরিকদের প্রতি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখছে সরকার।