• একদিকে উৎসব আরেকদিকে মৃত্যুমিছিল! গণেশ চতুর্থীর করুণ পরিণতি, আতঙ্কে ভক্তরা ...
    আজকাল | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে গণেশ প্রতিমা বিসর্জনের সময় ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ হারালেন কমপক্ষে চারজন। পাশাপাশি নিখোঁজ আরও ১৩। মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় গণেশ বিসর্জনের সময় ইতিমধ্যেই একাধিক দুঃখজনক ঘটনা ঘটেছে। সম্প্রতি এই ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এবং ১৩ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

    আবার পুণে জেলার চাকন এলাকায় আলাদা আলাদা ঘটনায় চারজন প্রবল স্রোতে ভেসে গেছেন বলে জানা গিয়েছে। একজন পুলিশ কর্মকর্তা জানান, ভামা নদীতে ওয়াকি খুর্দ এলাকায় দুইজন এবং শেল পিম্পলগাঁওয়ে একজন ভেসে যান। এছাড়াও পুণে জেলার বিরওয়াড়ি গ্রামে এক ব্যক্তি একটি কুয়োয় পড়ে যান। এই চারটি ঘটনার মধ্যে দুটি মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে, এবং বাকি দু’জনের খোঁজে তল্লাশি চালিয়েছে পুলিশ।

    অন্যদিকে নানদেড় জেলার গাডেগাঁও এলাকায় একটি নদীতে তিনজন ভেসে যান। তাঁদের মধ্যে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বাকি দুইজনের সন্ধানে এখনও তল্লাশি চলছে বলে খবর পাওয়া গিয়েছে৷ 

    প্রসঙ্গত, নাশিক জেলাতেও বিসর্জনের সময় একাধিক মৃত্যু ঘটেছে। সিন্নার এলাকায় একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি মোট চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

    জলগাঁও জেলায় তিনটি আলাদা বিসর্জন সংক্রান্ত দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে,বর্তমানে নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

    থানে জেলায় তিনজন ব্যক্তি নদীর প্রবল স্রোতে ভেসে যান। খবর অনুযায়ী, এখনও পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অমরাবতী জেলাতেও এক ব্যক্তি বিসর্জনের সময় জলে ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

    গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টির কারণে মহারাষ্ট্রের বিভিন্ন নদী ও জলাশয়ের জলস্তর বেড়ে গিয়েছে। ফলে বিসর্জনের সময় বিপদের আশঙ্কা আরও বেড়ে যায়।

    এই দুর্ঘটনাগুলোর প্রেক্ষিতে রাজ্য দুর্যোগ মোকাবিলা দল (SDRF) এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF)-কে উদ্ধার অভিযানে নামানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

    প্রসঙ্গত, গণেশ চতুর্থী মহারাষ্ট্রের সবচেয়ে বড় উৎসব, যেখানে প্রতি বছর রাজ্যজুড়ে প্রায় ৭৫,০০০-রও বেশি সার্বজনীন প্যান্ডেল এবং লক্ষাধিক ঘরোয়া প্রতিমা প্রতিস্থাপন করা হয়। শুধুমাত্র মুম্বইয়েই ১২,০০০-র বেশি সার্বজনীন প্রতিমা বিসর্জনের জন্য আনা হয়, যার মধ্যে বিখ্যাত লালবাগচা রাজাও রয়েছে, যা প্রতিদিন লাখ লাখ ভক্তকে আকৃষ্ট করে।
  • Link to this news (আজকাল)