• বন্দুক দেখিয়ে প্রেমিকার পাড়ায় গিয়ে ‘দাদাগিরি’, পাকড়াও যুবক
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • আলিপুরদুয়ার, সংবাদাদাতা: লাইসেন্সপ্রাপ্ত পিস্তল উঁচিয়ে জনতাকে ভয় দেখানোর অভিযোগে আলিপুরদুয়ারের এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, কামারপাড়া থেকে ধৃতের নাম মাখন রায়। তাঁর বাড়ি আলিপুরদুয়ার জেলা শহর সংলগ্ন বীরপাড়া চৌপথি এলাকায়। সূত্রের খবর, ওই যুবক অবসরপ্রাপ্ত এসএসবি জওয়ান। জানা গিয়েছে , শনিবার রাতে ওই যুবক কামারপাড়ায় তাঁর দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে দেখা করতে যান। কিন্তু প্রেমিকা বাড়িতে ছিল না। বাড়িতে প্রেমিকার মা একা ছিল। রাতে অজ্ঞাতপরিচয় যুবককে দেখে পাড়ার লোকজন ভিড় জমান। অভিযোগ তখনই মাখন রায় তার লাইসেন্সপ্রাপ্ত পিস্তল দেখিয়ে পাড়ার লোকজনকে ভয় দেখায়।  এরপরেই জনতা অবসরপ্রাপ্ত ওই জওয়ানকে ঘিরে ধরে উত্তম মধ্যম দেয়। জনতার মারধরে জখম হয়ে রাতে ওই যুবক আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাও করান। রবিবার সকালে ফের ওই যুবক কামারপাড়ায় গেলে স্থানীয়রা তাঁকে আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে পরে গ্রেপ্তার করে। ধৃতের লাইসেন্সপ্রাপ্ত পিস্তলটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। কাল সোমবার ধৃতকে আদালতে তুলবে পুলিশ।
  • Link to this news (বর্তমান)