স্ত্রীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ব্যক্তি
দৈনিক স্টেটসম্যান | ০৮ সেপ্টেম্বর ২০২৫
স্ত্রীকে এসএসসির পরীক্ষাকেন্দ্রে ছেড়ে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন বেসরকারি স্কুলের এক শিক্ষক। সেই সময়ই পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। দুর্ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার ভাকুড়ি মোড় থেকে ২০০ মিটার দূরে। রবিবার নিজের ৯ বছরের মেয়েকে নিয়ে স্কুটিতে করে ফিরছিলেন ওই ব্যক্তি। সেই সময় একটি খড়বোঝাই যন্ত্রচালিত ভ্যান এসে স্কুটিতে ধাক্কা মারে। সেই ধাক্কায় স্কুটি থেকে বেশ কিছুটা দূরে গিয়ে পড়েন ওই ব্যক্তির মেয়ে। অন্যদিকে ওই ব্যক্তিকে বেশ কিছুটা টেনে হিঁচড়ে নিয়ে যায় ভ্যানটি। ঘটনার পর থেকে পলাতক ভ্যানের চালক।
মৃতের নাম মনিদুল ইসলাম। তিনি একটি বেসরকারি স্কুলের শিক্ষক। রবিবারই প্রথমবার তাঁর স্ত্রী সেলিনা বিবি এসএসসি পরীক্ষায় বসেছেন। সেই কারণে নিজের ৯ বছরের মেয়ে ও ১৪ বছরের ছেলেকে দেখাশোনা করতে কাজে না গিয়ে বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেন মনিদুল। এদিন সকাল ১০টা নাগাদ তিনি স্ত্রীকে তাঁর পরীক্ষাকেন্দ্র মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে ছাড়তে গিয়েছিলেন। ১১টা নাগাদ সেখান থেকে মেয়েকে নিয়ে স্কুটিতে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। বাড়ির সামনে বহরমপুর থানার ভাকুড়ি মোড়ের কাছে আচমকা তাঁর স্কুটিতে একটি খড়বোঝাই যন্ত্রচালিত ভ্যান ধাক্কা মারে। স্থানীয়রা তড়িঘড়ি এসে মনিদুল ও তাঁর মেয়েকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা মনিদুলকে মৃত বলে ঘোষণা করেন। আহত হয়েছেন তাঁর মেয়ে।
এদিন পরীক্ষা দিয়ে বেরিয়ে স্বামীর দুর্ঘটনার খবর পান সেলিনা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যান আত্মীয়রা। সেখানে গিয়ে স্বামীর মৃত্যু সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন সেলিনা। এই দুর্ঘটনার পর থেকেই ভ্যানের চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।