• এসএসসি পরীক্ষা দিলেন বিজেপিশাসিত রাজ্যগুলির বহু পরীক্ষার্থী
    দৈনিক স্টেটসম্যান | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) শিক্ষক নিয়োগ পরীক্ষায় দেখা গেল নজিরবিহীন চিত্র। রাজ্যের বাইরের প্রায় ৩১ হাজার পরীক্ষার্থী রবিবারের পরীক্ষায় অংশ নিলেন। তাঁদের অনেকেই এসেছেন বিজেপি শাসিত উত্তর প্রদেশ, বিহার, রাজস্থান এবং ঝাড়খণ্ড থেকে। কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়া, বছরের পর বছর ধরে নিয়োগ না হওয়া, পরীক্ষা পিছনো কিংবা বাতিল হয়ে যাওয়ার মতো একাধিক কারণে ভিনরাজ্যের চাকরি-প্রার্থীরা বাংলার পরীক্ষাকে আশার আলো হিসেবে দেখছেন।

    উত্তরপ্রদেশের গাজীপুরের বাসিন্দা প্রবীণ কুমার জানিয়েছেন, ‘বাংলায় পরীক্ষা দিতে এসে কোনও অসুবিধা হয়নি। মানুষ খুবই সহযোগিতাপরায়ণ।’ পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া স্কুলে পরীক্ষা দিতে আসা অলক ত্রিপাঠি বলেন, ‘উত্তরপ্রদেশে বেকারত্ব অত্যন্ত বেশি। চাকরির জন্য বিহার, রাজস্থান ঘুরেছি। এবার বাংলায় পরীক্ষা দিচ্ছি।’

    তথ্য অনুযায়ী, ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় হিন্দি মাধ্যমের পরীক্ষার্থীদের অনুমতি ছিল না। এবারে সেই বিধিনিষেধ তুলে নেওয়ায় হিন্দি ও ইংরেজি মাধ্যমের চাকরি-প্রার্থীরা বাংলায় পরীক্ষা দিতে পারছেন। বিশেষ করে নবম ও দশম শ্রেণির হিন্দি মাধ্যমের শিক্ষক পদে ২,২৫১টি শূন্যপদ থাকায়, সেগুলি পূরণের লক্ষ্যেই বহু ভিনরাজ্যের পরীক্ষার্থী বাংলায় এসেছেন।

    ঝাড়খণ্ড থেকে আসা এক পরীক্ষার্থীর কথায়, ‘আমাদের রাজ্যে ২০১৮ সালের পর শিক্ষক নিয়োগের কোনও পরীক্ষা হয়নি। সেই কারণেই বাংলার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম।’ উত্তর প্রদেশের প্রয়াগরাজ থেকে আসা সঙ্গীতা মৌর্য বলেন, ‘আমাদের রাজ্যে কর্মসংস্থানের অভাব রয়েছে। পরীক্ষাগুলি হয় না, আর হলে তা বছরের পর বছর পিছিয়ে যায়। বাংলার মানুষ খুব ভালো, তবে ভাষাগত সমস্যায় পড়ছি। তবুও আশাবাদী যে এখানে স্বচ্ছ নিয়োগ হবে।’

    উল্লেখ্য, উত্তরপ্রদেশে শেষ এসএসসি পরীক্ষা হয়েছিল ২০২১ সালে। তারপর ২০২২ সালে বিজ্ঞপ্তি জারি হলেও এখনও পর্যন্ত পরীক্ষা হয়নি। একাধিকবার তারিখ ঘোষণা করে তা পিছিয়ে দেওয়ায় পরীক্ষার্থীদের ধৈর্যচ্যুতি ঘটেছে। বাংলার পরীক্ষার স্বচ্ছতা ও সময়মতো নিয়োগের সম্ভাবনা তাঁদের এখানে আসার প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)