• শান্তনু ঠাকুরের বিরুদ্ধে গোমাংসের চালানে সইয়ের অভিযোগ, তোপ কুণালের
    দৈনিক স্টেটসম্যান | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • ফের বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তাঁর স্বাক্ষর করা একটি সরকারি কাগজ (সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান) ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, ওই চিঠিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, গোমাংস পাচারে বিএসএফকে নির্দেশ দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু। এই নথি সামনে আসতেই তৃণমূল অভিযোগ তুলেছে, বিজেপি ভোটের সময় গরুর নামে হইচই করে, মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করে, অথচ পর্দার আড়ালে গোমাংস রপ্তানির ব্যবসা চালায়।

    এই চিঠিটি প্রথম সোশাল মিডিয়ায় প্রকাশ করেন তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা। তিনি লেখেন, ‘গরুর নামে নাটক করে মানুষের আবেগ নিয়ে খেলা করে বিজেপি। অথচ তাদের মন্ত্রী নিজে হাতে গোমাংস রপ্তানির অনুমতি দিচ্ছেন। এই ভণ্ডামি আর কতদিন চলবে?’ তাঁর দাবি, ‘যে হাতে শান্তনু ঠাকুর এই চিঠিতে সই করেন, সেই হাতেই ঠাকুরবাড়িতে প্রবেশ করেন, এটা লজ্জার।’

    এই ঘটনার পরেই সরব হন তৃণমূলের অন্য নেতারাও। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘এই চিঠি যদি আসল হয়, তাহলে প্রশ্ন ওঠে, বিজেপির এই দ্বিচারিতা কেন? মুখে গোমাতার কথা বলে, আর হাতে গোমাংসের ছাড়পত্র দেয়? একজন কেন্দ্রীয় মন্ত্রী কীভাবে বিএসএফ-কে এমন নির্দেশ দিতে পারেন?’

    কেন্দ্রীয় সরকারের কাছে তিনটি প্রশ্ন রাখেন কুণাল ঘোষ। তিনি লেখেন, ‘এটা কী? ১) এই চিঠি আসল না নকল? ২) যদি আসল হয়, তাহলে বিজেপির শান্তনু ঠাকুর গরুর মাংস রপ্তানির চিঠি দিলেন কেন, যেখানে ওঁরা মুখে বিরোধিতা করেন। ৩) বিএসএফ-কে চিঠি দিয়ে পারাপারের সুপারিশের উনি কে? এভাবেই বিজেপি বাংলাদেশ সীমান্ত চালায়?’

    তৃণমূল বহুদিন ধরেই দাবি করে আসছে, বাংলার সীমান্ত দিয়ে গরু পাচারের দায় শুধু রাজ্য প্রশাসনের নয়, কেন্দ্রীয় সংস্থা ও মন্ত্রীরাও এতে জড়িত। এবার শান্তনু ঠাকুরের নাম জড়িয়ে সেই অভিযোগকে আরও জোরালো করে তুলছে শাসক দল। এই অভিযোগের প্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া আসেনি।

    রাজনৈতিক মহল মনে করছে, এই ঘটনা কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়াবে এবং বিজেপির গো-রাজনীতি নিয়েও নতুন করে প্রশ্ন তুলবে। চিঠিটি সত্যি না ভুয়ো, তা এখনও নিশ্চিত নয়। তবে তৃণমূল বলছে, এই চিঠি আসল এবং এর যথাযথ তদন্ত হওয়া উচিত। তদন্ত হলে আসল চিত্র সামনে আসবে, বলেও দাবি তাদের।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)