কেন্দ্রীয় সরকারি কর্মচারি ও পেনশনভোগীদের জন্য খুশির খবর, উৎসবের মরশুমেই বড় উপহারের ঘোষণা ...
আজকাল | ০৮ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আপনি যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হন, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য খুবই বিশেষ হতে পারে। আপনাদের জানিয়ে রাখি যে এই উৎসবে সরকারের কাছ থেকে কর্মীরা একটি বড় উপহার পেতে পারেন। বর্তমানে সকল কর্মচারী অষ্টম বেতন কমিশনের দাবি জানাচ্ছেন, তবে তার আগে, সরকার আবারও কর্মচারীদের ডিএ এবং পেনশনভোগীদের ডিআর বৃদ্ধি করতে পারে। এর ফলে, ১.২ কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা এই সুবিধা পেতে পারেন।
অক্টোবরের প্রথম সপ্তাহে মহার্ঘ্য ভাতা বৃদ্ধি পেতে পারে বলে সরকারি সূত্রে খবর। মহার্ঘ্য ভাতা বাড়তে পারে তিন শতাংশ। ফলে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ৫৫ শতাংশ থেকে বেড়ে ৫৮ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ধিত ডিএ ২০২৫ সালের জুলাই থেকে কার্যকর হবে। সেই সঙ্গেই বলা হয়েছে যে, কর্মচারী এবং পেনশনভোগীদের তিন মাসের বকেয়া দেওয়া হবে, যা অক্টোবরের বেতনের সঙ্গে পরিশোধ করা হবে বলে আশা করা হচ্ছে।
মহার্ঘ্য ভাতা বৃদ্ধি পাবেকেন্দ্রীয় সরকার বছরে দু'বার ডিএ পরিবর্তন করে। একবার হোলির আগে জানুয়ারি-জুন সময়ের জন্য এবং দ্বিতীয়বার জুলাই-ডিসেম্বর সময়ের জন্য। গত বছর, সরকার উৎসবের প্রায় দু'সপ্তাহ আগে ১৬ অক্টোবর ২০২৪ তারিখে মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল। এবারও কর্মচারীরা দীপাবলির আগে একটি বড় উপহার পেতে পারেন।
জেনে নিন পেনশন এবং বেতন কত বাড়বে?যদি কর্মচারীর বেতন ৫০ হাজার টাকা হয়, তাহলে ৫৫ শতাংশ ডিএ-তে ভাতা হবে ২৭৫০০ টাকা। বৃদ্ধির পরে, ৫৮ শতাংশের পরে নতুন ডিএ-তে ২৯ হাজার টাকা ভাতা পাবেন। এই অনুসারে, কর্মচারীরা মাসিক অতিরিক্ত ১৫০০ টাকা পাবেন। সুতরাং, ৩০ হাজার টাকা মূল পেনশনধারীদের জন্য, ডিআর ১৬৫০০ টাকা থেকে বেড়ে ১৭৪০০ টাকা হবে। এর ফলে, তারা প্রতি মাসে ৯০০ টাকা অতিরিক্ত সুবিধা পাবেন।
সপ্তম বেতন কমিশনের অধীনে বৃদ্ধিআপনাকে জানিয়ে রাখি যে এই সংশোধনীটি প্রয়োজনীয় কারণ সপ্তম পে-কমিশনের অধীনে শেষ ডিএ বৃদ্ধি পাবে। যার মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫-এ শেষ হচ্ছে। সরকার ইতিমধ্যেই ২০২৫ সালের জানুয়ারিতে অষ্টম বেতন কমিশন ঘোষণা করেছে, তবে এর সঙ্গে সংযুক্ত শর্তগুলি এখনও চেয়ারম্যান এবং সদস্যদের জন্য চূড়ান্ত হয়নি।