লাগাতার ধর্ষণে অন্তঃসন্ত্বা ১১ বছরের বালিকা, যোগীরাজ্যে ধৃত প্রতিবেশী যুবক, মৃত্যু হল সদ্যোজাতর
বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৫
বেরিলি: যোগীরাজ্যে সাতমাস ধরে নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রতিবেশী যুবকের। নির্যাতিতার মুখ বন্ধ রাখতে পরিবারের সকলকে মেরে ফেলার ভয় দেখিয়েছিল অভিযুক্ত। ভয়ে নাবালিকাও কাউকে কিছু জানাতে পারেনি। এরইমধ্যে ধর্ষণের জেরে ১১ বছরের নির্যাতিতা গর্ভবতী হয়ে পড়ে। শনিবার সে একটি সন্তানের জন্ম দেয়। জন্মের পরেই অবশ্য মৃত্যু হয় সদ্যোজাতের। এরপরই অভিযুক্ত যুবক রশিদের কুকীর্তি ফাঁস হয়ে যায়। শনিবার দু’সন্তানের বাবা ৩১ বছরের রশিদকে গ্রপ্তার করেছে পুলিশ।
নবাবগঞ্জের স্টেশন হাউস অফিসার অরুণ কুমার শ্রীবাস্তব বলেন, রশিদের বিরুদ্ধে শুক্রবার এফআইআর দায়ের করা হয়েছে। পিতৃত্ব যাচাই করতে মৃত শিশুর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। নির্যাতিতার দাদা জানিয়েছেন, ছ-সাত মাস আগে ফলের লোভ দেখিয়ে বোনকে তার বাড়িতে নিয়ে যায় রশিদ। তারপর সে বোনকে ধর্ষণ করে। পুলিশ জানিয়েছে, নাবালিকার উপর একাধিকবার অত্যাচার চালিয়েছে অভিযুক্ত। আর সেই ঘটনার ভিডিও রেকর্ডিংও করে সে। তা দেখিয়েই নির্যাতিতাকে হুমকি দিত রশিদ।
বৃহস্পতিবার পেটে অসহ্য ব্যথা অনুভব করে নাবালিকা। সরকারি হাসপাতালে আল্ট্রা সাউন্ড পরীক্ষা করতেই গর্ভধারণের বিষয়টি ধরা পড়ে। সেদিনই তাকে জেলা মহিলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সে শিশুসন্তানের জন্ম দেয়। তবে জন্মের কিছুক্ষণের মধ্যেই শিশুসন্তানের মৃত্যু হয়। রক্তক্ষরণের জেরে নাবালিকার অবস্থার অবনতি হয়। যদিও তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।