জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশ চলছেই, সেনাপ্রধানের পর জানাল গোয়েন্দারাও
বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৫
নয়াদিল্লি ও শ্রীনগর: অপারেশন সিন্দুরের পর পাকিস্তান থেকে সন্ত্রাসবাদ মুছে দেওয়ার দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সেই ঘোষণাই সার! বাস্তব পরিস্থিতি অন্য কথাই বলছে। শুক্রবারই দিল্লিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছিলেন, ‘রাষ্ট্রীয় মদতপুষ্ট (পাকিস্তানের) সন্ত্রাসবাদ থেমেছে বলে মনে হয় না। কারণ, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা এখনও চলছে।’ এবার গোয়েন্দা সংস্থার তরফেও এই নিয়ে উদ্বেগজনক রিপোর্ট প্রকাশ করা হল। নিরাপত্তা এজেন্সিগুলির দাবি, বিগত কয়েকমাসে অনুপ্রবেশের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
গোয়েন্দা সূত্রে খবর, বিগত চারমাসে ৭০-৮০ জন জঙ্গি ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে। উত্তর কাশ্মীরের উরি, কুপওয়াড়া, গুরেজ, সাম্বার হীরানগর ও জম্মু ডিভিশনের সুন্দেরবাণীর চেনা রুটই সন্ত্রাসবাদীরা বেছে নিচ্ছে। শীর্ষ এক গোয়েন্দা আধিকারিকের কথায়, জম্মু ও কাশ্মীরে টানা জঙ্গি বিরোধী অভিযান চলছে। তাতে উপত্যকা থেকে সন্ত্রাসবাদী নিয়োগ জোর ধাক্কা খেয়েছে। সেই অভাব মেটাতে পাকিস্তানি জঙ্গিদের ভারতে প্রবেশ করাতে তৎপর ইসলামাবাদ।
বিষয়টি প্রকাশ্যে আসতেই সীমান্ত বরাবর নজরদারি আরও জোরদার করা হয়েছে। ড্রোনের পাশাপাশি নাইট ভিশন ক্যামেরা, দূরবীন ব্যবহার করছে সেনা। যেই এলাকাগুলি দিয়ে জঙ্গিরা অনুপ্রবেশ করছে, সেই স্থানগুলি ২৪ ঘণ্টা টহল দিচ্ছে বাহিনী। ঘন জঙ্গল, প্রতিকূল আবহাওয়া ও জটিল ভৌগোলিক অবস্থানের কারণে কয়েকটি স্থানে সমস্যায় পড়তে হচ্ছে সেনাকে। সেই সমস্যা মেটাতেও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।