• আগরতলা পুর নিগমের ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও ১৬ কোটি
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • বিশেষ সংবাদদাতা, আগরতলা: আগরতলা পুর নিগমের ১৬ কোটি ৩৮ লক্ষ ৪৩ হাজার তিনশো টাকার আর্থিক দুর্নীতি! এক মাসে দফায় দফায় নিগমের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই বিপুল পরিমাণ টাকা তুলে নেওয়া হয়েছে। সবকিছু প্রকাশ্যে আসার পর দায় ঝেড়ে ফেলেছে বিজেপি শাসিত নিগম। অন্যদিকে, সশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকও নিগমকে ক্নিনচিট দিয়েছে। যদিও প্রশ্ন থেকেই যাচ্ছে। 

    রাষ্ট্রায়ত্ত ওই ব্যাংকের দাবি, কিছু দুষ্কৃতী নিগমের নাম ব্যবহার করে ও ভুয়ো পরিচয় দিয়ে ব্যাংকের সঙ্গে প্রতারণা করেছে। নিগম সূত্রে জানা গিয়েছে, টাকার হিসেব না মেলায় ব্যাংকে ইমেল পাঠানো হয়। এরপরই নড়চড়ে বসে ব্যাংক। হিসেবে গরমিলের অভিযোগে আগরতলা পশ্চিম থানায় এব্যপারে মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। নিগমের দাবি, ভুয়ো চেক ও সই ব্যবহার করে টাকা নয়ছয় করা হয়েছে। নম্বরগুলি ঠিক থাকলেও চেক ও সই ছিল নকল। চেক সংক্রান্ত তথ্য সংশিষ্ট গ্রাহক ও ব্যাংকের কাছেই থাকে। তাই এই আর্থিক দুর্নীতির ঘটনায় ব্যাংকের কোনও কর্মী জড়িত থাকতে পারেন বলে সন্দেহ নিগমের। 

    ব্যাংকের স্টেটমেন্ট অনুয়ায়ী, গত পাঁচ আগস্ট থেকে চলতি মাসের ২ তারিখ পর্যন্ত নিগমের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরানো হয়েছে।  দফায় দফায় মোট ১৬ কোটি ৩৮ লক্ষ ৪৩ হাজার ৩০০ টাকা তুলে নেওয়া হয়। যদিও প্রশ্ন উঠছে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিগমের নজর এড়িয়ে এত বিপুল পরিমাণ টাকা সরানো হল কীভাবে? ব্যাংকের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজে দেখানো হয়, একই ব্যক্তি পুর নিগমের পরিচয় দিয়ে ওই চেকগুলি প্রাপক ভেন্ডারদের নামে জমা করেছেন। 

    মেয়র দীপক মজুমদারের দাবি, যা হয়েছে তা ব্যাংক থেকেই হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকের মাসিক রিপোর্ট প্রকাশের পর দেখা গিয়েছে, চার পর্যায়ে ১৬ কোটি টাকার জালিয়াতি হয়েছে। এটা করেছে হায়দরাবাদের তথাকথিত একটি সংস্থা। নিগমের কোনও কর্মী এতে জড়িত নন। গোটা ঘটনার তদন্ত দাবি করেছেন তিনি। অভিযোগ দায়ের হলেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। 
  • Link to this news (বর্তমান)