• চলতি সপ্তাহে মণিপুর সফরে প্রধানমন্ত্রী,  সরকার গঠনে তৎপরতা বিজেপির , সাজানো হচ্ছে কাংলা দুর্গ
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • ইম্ফল: গত প্রায় দু’বছর জাতিগত সংঘর্ষে দীর্ণ মণিপুর। অভ্যন্তরীন দ্বন্দ্বে ভেঙে গিয়েছে রাজ্যের বিজেপি শাসিত সরকার। এখন চলছে রাষ্ট্রপতি শাসন। রাজ্যের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে বারেবারেই প্রশ্ন তুলেছে বিরোধীরা। অবশেষে চলতি সপ্তাহে মণিপুর আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৩ সালে মেইতেই-কুকি জনজাতির মধ্যে সংঘর্ষ শুরুর পর এটাই তাঁর প্রথম সফর। আর তাঁর সফরের আগেই মণিপুরে সরকার গঠন নিয়ে তৎপরতা শুরু হয়েছে। 

    রবিবার রাজ্যপাল অজয় কুমার ভাল্লা রাজভবনে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন। সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ছাড়াও বিধানসভার স্পিকার থকচম সত্যব্রত সিং, বিজেপির রাজ্য সভাপতি এ সারদা দেবী সহ প্রশাসনের পদস্থ আমলারা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, ৪০ মিনিট ধরে এই রূদ্ধদ্বার বৈঠক হয়। কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা জানানো হয়নি। তবে ওয়াকিবহাল মহলের মতে, প্রধানমন্ত্রীর সফরের আগেই মণিপুরে সরকার গঠনের বিষয়টি চূড়ান্ত করতে চাইছে বিজেপি। তাই এই তৎপরতা। 

    এদিকে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে মণিপুরে। জানা গিয়েছে ১৩ সেপ্টেম্বর ইম্ফল আসছেন প্রধানমন্ত্রী। ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দরের সৌন্দর্যায়ন শুরু হয়েছে। বিমানবন্দরের ভিতরে রং করা হচ্ছে। রাস্তার মেরামতি চলছে। ডিভাইডারে পড়ছে নতুন রং। নিরাপত্তার চেকিং আরও জোরদার করা হবে। ওই দিন যাত্রীদের অনেক আগে বিমানবন্দরে আসতে বলা হয়েছে। বিমানবন্দর থেকে মোদি চূড়াচাঁদপুরে উড়ে যাবেন। এরপর তিনি ঐতিহাসিক কাংলা দুর্গে প্রায় দেড় হাজার মানুষের সমাবেশে ভাষণ দেবেন। কাংলা দুর্গের মেরামতি শুরু হয়েছে। রাজ্যের বাইরে থেকে ২০০ জন কর্মী এসেছেন। তাঁরা দিনরাত কাজ করে ত্রিভূজাকৃতি বিশাল প্ল্যাটফর্ম তৈরি করছেন। 

    কাংলা দুর্গের কর্মসূচির পর মোদি ‘পিস গ্রাউন্ড’-এ আশ্রয়চ্যুত মানুষদের সঙ্গে কথা বলবেন। পিস গ্রাউন্ডে ৯ হাজার মানুষের বসার বন্দোবস্ত করা হচ্ছে। ড্রোন ওড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)