ভুবনেশ্বর: যৌন নিগ্রহের পর ১২ বছর বয়সি কিশোরকে খুনের অভিযোগ। ওড়িশার নয়াগড়ের এই ঘটনায় পাঁচ নাবালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। প্রত্যেকেই মাদ্রাসার আবাসিক। আদালতে পেশ করার পর তাদের হোমে পাঠানো হয়েছে। পুলিশ জানতে পেরেছে, ওই মাদ্রাসায় জুনিয়রদের উপর যৌন অত্যাচার চালাত ‘সিনিয়র’ আবাসিকরা। বিষয়টি প্রকাশ্যে আনার হুমকি দিয়েছিল মৃত কিশোর। এরপরেই ৩১ আগস্ট তাকে খুনের চেষ্টা করে অভিযুক্তরা। সেই সময়ে প্রাণে বেঁচে যায় ওই কিশোর। ২ সেপ্টেম্বর সুযোগ বুঝে শ্বাসরোধ করে তাকে খুন করা হয়।