• এনকাউন্টারে খতম মাওবাদী নেতা অমিত, মাথার দাম ছিল ১০ লক্ষ
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • চাঁইবাসা: মাওবাদী দমন অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য। রবিবার ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমে বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম মাওবাদী নেতা অমিত হাঁসদা ওরফে আপ্তান। মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। বাহিনী জানিয়েছে, রেলা পারাল এলাকার পঞ্চলাটাবুরু পাহাড়ের জঙ্গলে এনকাউন্টার চলে। ঘটনাস্থল থেকে এসএলআর রাইফেল, কার্তুজ, বিস্ফোরক সহ প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঝাড়খণ্ড পুলিসের মুখপাত্র মাইকেল রাজ এস বলেন, ‘নিহত মাওবাদীর নাম অমিত হাঁসদা ওরফে আপ্তান। মাওবাদীদের জোনাল কমিটির সদস্য। মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা।’

    পশ্চিম সিংভূমের এসপি রাকেশ রঞ্জন জানান, শনিবার রেলা পারালে মাওবাদীদের উপস্থিতির খবর মেলে। এরপরেই এলাকা ঘিরে তল্লাশি শুরু করে চাঁইবাসা পুলিশ ও কোবরা বাহিনী। রবিবার সকাল পৌনে ৬টা নাগাদ এনকাউন্টার শুরু হয়। পরিস্থিতির সুযোগ নিয়ে গভীর জঙ্গলে পালিয়ে যায় মাওবাদীরা। এনকাউন্টার শেষে তল্লাশি চালিয়ে অমিতের দেহ উদ্ধার করা হয়। এসপি জানান, অমিতের বিরুদ্ধে কমপক্ষে ৯৬টি মামলা রয়েছে। ১২ জন পুলিশকর্মীকে খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ‘২০২২ সালের ৪ জানুয়ারি পশ্চিম সিংভূমের প্রাক্তন বিধায়ক গুরুচরণ নায়েকের উপরেও হামলা চালায় সে।’
  • Link to this news (বর্তমান)