ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলায় শিশুকে খুন, স্বীকার মহিলা ও তার নাবালক প্রেমিকের
বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৫
হাতরাস: বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলার জন্যই নৃশংসভাবে খুন করা হয়েছিল ছ’বছরের এক শিশু উরভিকে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৩০ বছরের অভিযুক্ত মহিলা ও তার কিশোর প্রেমিককে। ঘটনাটি ঘটেছে হাতরাস জেলার সিকান্দ্রা রাউ থানা এলাকায়। বুধবার সকাল ১০টা থেকে নিখোঁজ ছিল উরভি। বেলা দেড়টা নাগাদ একটি কুয়ো থেকে ওই কিশোরীর বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে জানা যায়, শ্বাসরোধ করেই শিশুটিকে হত্যা করা হয়েছে। এরপরই শুরু হয় তদন্ত। এদিন অতিরিক্ত পুলিশ সুপার অশোককুমার সিং জানিয়েছেন, ওই মহিলা ও তার প্রেমিককে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলে শিশুটি। বিষয়টি সে তার বাবাকেও বলে দেবে বলে জানায়। তখনই ওই দু’জন শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা করে।
জেরায় অভিযুক্ত মহিলার স্বীকারোক্তি, মাস তিনেক ধরেই ১৭ বছরের ওই কিশোরের সঙ্গে তার প্রেম চলছিল। ঘটনার দিন তার স্বামী ও শাশুড়ি বাইরে গিয়েছিল। সেই সুযোগে প্রেমিককে বাড়িতে ডেকে পাঠানো হয়। কিন্তু ঘনিষ্ঠ অবস্থায় তাদের দেখে ফেলে উরভি। বাবাকে বলে দেওয়ার হুমকিও দেয়। সেকারণেই শিশুটিকে খুন করে পরিত্যক্ত কুয়োয় ফেলে দেওয়া হয়েছিল।
পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলার হাতে কামড়ের দাগও রয়েছে। অর্থাৎ শিশুটি প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিল।