নয়াদিল্লি: বন্যায় ক্ষতিগ্রস্ত পাঞ্জাব। জলমগ্ন একের পর এক গ্রাম, চাষের জমি। মৃতের সংখ্যা ৪৬। এই পরিস্থিতিতে মঙ্গলবার পাঞ্জাব পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কথা বলবেন বন্যা দুর্গতদের সঙ্গে। ক্ষয়ক্ষতির পাশাপাশি বিপর্যয় মোকবিলায় গৃহীত পদক্ষেপও খতিয়ে দেখবেন তিনি। লাগাতার বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত পাঞ্জাবের ২৩ জেলার প্রায় দু’হাজার গ্রাম। শুধুমাত্র গুরদাসপুরেই প্লাবিত ৩২৯টি গ্রাম। সেখানকার প্রায় ১ লক্ষ ৪৫ হাজার বাসিন্দা দুর্ভোগের শিকার। পরিবার নিয়ে ত্রাণ শিবিরে কোনওরকমে দিন কাটছে তাদের। এরইমাঝে মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে রাজ্যের স্কুল-কলেজ। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও বহু মানুষ ঘরে ফিরতে পারেনি। ভেঙেছে ঘরবাড়ি, রাস্তা, ব্রিজ। এই পরিস্থিতিতে রবিবার পাঞ্জাব বিজেপির তরফে প্রধানমন্ত্রীর সফরের কথা জানানো হয়েছে। পাঞ্জাব বিজেপির এক্স হ্যান্ডলে বলা হয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর পাঞ্জাবের গুরদাসপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বন্যা কবলিত ভাই-বোনেদের সঙ্গে কথা বলবেন তিনি। রাজ্য বিজেপির সভাপতি সুনীল ঝাখড়ের কথায়, শুরু থেকেই পাঞ্জাবের পরিস্থিতির উপর নজর রাখছেন প্রধানমন্ত্রী। সূত্রে খবর, কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলে ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন প্রধানমন্ত্রী। আপাতত সেদিকেই তাকিয়ে ক্ষতিগ্রস্তরা।