• ফ্রি রেশনের প্রভাব জানতে খাদ্যমন্ত্রককে চিঠি
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গরিবদের বিনামূল্যে রেশন দেওয়ার প্রভাব কী? সাধারণের কি আর্থিক সাশ্রয় হচ্ছে? সরকারের অর্থ খরচের আদৌ কোনও ইতিবাচক প্রভাব পড়ছে কি? খাদ্যমন্ত্রকের কাছে রিপোর্ট চাইল অর্থমন্ত্রক। ওই রিপোর্ট যেন কোনওভা঩বেই ‘দায়সারা’ না হয়, সে ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘নোটেড’ বা ‘অ্যাকসেপ্টেড’ জাতীয় কোনও অস্পষ্ট উত্তর যেন না থাকে। উত্তর দেওয়ার বিষয়টিকে ‘টপ প্রায়োরিটি’ বলেও অর্থমন্ত্রকের ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আসলে চাপ এসেছে লোকসভার সচিবালয় থেকে। অর্থ সংক্রান্ত সংসদীয় কমিটি যে প্রস্তাব সহ রিপোর্ট সংসদে জমা করেছে, তার কী অ্যাকশন নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছে লোকসভার সচিবালয়। 

    গ্রামাঞ্চলে জন প্রতি গড়ে মাসে খরচ ৪ হাজার ১২২ টাকা। শহরে তা ৬ হাজার ৯৯৬ টাকা। বলছে সরকারি রিপোর্ট। ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’য় দেশের প্রায় ৮০ কোটি গরিব মানুষকে বিনামূল্যে চাল-গম দেওয়া হচ্ছে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের বলেই তা মিলছে। আবার নীতি আয়োগ রিপোর্ট বলছে, বহুমাত্রিক দারিদ্র্য সমীক্ষায় (মাল্টিডায়মেনশনাল পোভার্টি ইন ইন্ডিয়া) গত এক দশকে গোটা দেশে ২৪ কোটি ৮২ লক্ষ মানুষ আর গরিব নয়। তারপরেও দেশে ৮০ কোটি মানুষকে ফ্রি রেশন দেওয়ায় ভারতীয় অর্থনীতিতে কী প্রভাব পড়ছে, তা নিয়েই সরকারের অন্দরে আগ্রহ বাড়ছে। ভারতের এই উদ্যোগ গোটা বিশ্বের অর্থনীতিতেও কোনও প্রভাব ফেলছে কি? জানতে উৎসুক অর্থমন্ত্রক। সংসদীয় কমিটি তার রিপোর্ট দিতে গিয়ে বলেছে, সরকারের স্লোগান হল সব কা সাথ, সব কা বিকাশ, সব কা বিশ্বাস, সব কা প্রয়াস। কিন্তু এই স্লোগান সার্থক হচ্ছে কি না, তা নিয়ে সর্বদা সতর্ক থাকতে হবে। বিনামূল্যে রেশনের প্রভাব কতটা, তা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলেই কমিটির মত। তারই পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রকের চিঠি খাদ্যমন্ত্রকে। 
  • Link to this news (বর্তমান)