বেঙ্গালুরু: ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত হাসানের প্রাক্তন সাংসদ প্রোজ্জ্বল রেভান্না এখন যাবজ্জীবন সাজা খাটছেন। তাঁর ঠাঁই হয়েছে পারাপ্পান্না অগ্রহর জেলে। সেই জেলেই গ্রন্থাগারিকের কাজ শুরু করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতি। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রন্থাগারিক হিসেবে তাঁর এখন কাজ জেলবন্দিদের বই লেনদেন করা। সেই সংক্রান্ত হিসেব রাখা। জেলের এক আধিকারিক জানিয়েছেন, ‘প্রতিদিন কাজের জন্য তিনি ৫২২ টাকা করে পারিশ্রমিক পাবেন। জেলের নিয়ম অনুযায়ী, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককেই কাজ করতে হয়। দক্ষতা এবং ইচ্ছার কথা ভেবে জেলবন্দিদের কাজ দেওয়া হয়।’ সূত্রের খবর, জেলের প্রশাসনিক কাজকর্ম করার ইচ্ছা প্রকাশ করেছিলেন প্রোজ্জ্বল। তবে জেল কর্তৃপক্ষ তাঁকে গ্রন্থাগারিকের কাজে নিয়োগ করেছে। ইতিমধ্যে প্রোজ্জ্বল একদিন কাজ করেছেন। জেলবন্দিদের সাধারণত মাসে ১২ দিন কাজ দেওয়া হয়। সেই হিসেবে এক একজনের সপ্তাহে বরাদ্দ তিনদিন।