• রেসিং বাইকের ধাক্কায় মৃত্যু, আটক চালক
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন জয়ন্ত মণ্ডল (৫০) নামে এক ব্যক্তি। হঠাৎ পিছন থেকে বেপরোয়া গতিতে এসে একটি রেসিং বাইক তাঁকে ধাক্কা দেয়। প্রায় ১২ ফুট দূরে রাস্তার পাশে ছিটকে পড়েন তিনি।  মাথায় আঘাত লাগে। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু শেষরক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায়, বারুইপুর থানার কাটাখাল বিশালাক্ষীতলায়। এমন দুর্ঘটনা দেখে এলাকায় শোরগোল পড়ে যায়। পরিস্থিতি বেগতিক বুঝে ঘাতক বাইকচালক পালাবার চেষ্টা করেন। কিন্তু বাসিন্দারা পিছু ধাওয়া করে তাঁকে ধরে ফেলেন। এরপর বারুইপুর থানার পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তারা জানিয়েছে, মৃত জয়ন্ত মণ্ডলের বাড়ি বারুইপুর টগরবেড়িয়ায়। এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রোজ বিকেলে কাটাখাল-আকনা বাইপাসে বাইক নিয়ে রেসিংয়ে মেতে ওঠেন একদল যুবক। এতে প্রায়ই ছোটখাট দুর্ঘটনাও ঘটে। কিন্তু পুলিশের কোনও নজরদারি নেই।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)