নিজস্ব প্রতিনিধি, বারাসত: রবিবার সাতসকালে পথ অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা শাসনে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। মূলত, পুলিশের এক গাড়ির চালকের বিরুদ্ধে ক্ষোভ উগরে চলে অবরোধ। অবরোধকারীদের দাবি, ওই গাড়ির চালক অন্যান্য ট্রাকচালকদের কাছে টাকা দাবি করছিলেন। কিন্তু তা দিতে অস্বীকার করায় ওই পুলিশের গাড়ির চালক এক ট্রাকচালককে মারধর করেন বলে অভিযোগ। এনিয়ে উত্তেজনা ছড়ায় শাসন থানার খড়িবাড়িতে। পরে, রাজারহাট-খড়িবাড়ি রোডে চলে বিক্ষোভ। জানা গিয়েছে, খড়িবাড়ির বাসিন্দা ট্রাকচালক বেচা মণ্ডলের কাছ থেকে শাসন থানার পুলিশের এক গাড়ির চালক টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর ওই চালককে শাসন থানায় নিয়ে যান পুলিশের গাড়ির চালক। ঘটনা জানার পর অন্যান্য ড্রাইভাররা খড়িবাড়ি বাজারে পথ অবরোধ করেন। বিক্ষোভকারীদের দাবি, এদিন অকারণে এক চালককে হেনস্তা করেছেন পুলিশের গাড়ির চালক। আইসি বিষয়টি জানার পর তাঁর হস্তক্ষেপেই সমস্যার সমাধান হয়েছ। এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গাড়ির চালক নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তাই তাঁকে আটক করা হয়। গাড়ি থামিয়ে টাকা নেওয়ার অভিযোগের কোনও ভিত্তি নেই।