নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: তালদিতে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত শেখ জামিলউদ্দিনের পরিবারকে আর্থিক সাহায্য করলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। রবিবার তিনি তাঁদের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন। আগামী দিনে সবরকম সহায়তার আশ্বাসও দিয়েছেন। এদিকে, পিটিয়ে খুনের ঘটনার পর থেকেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। এবারে সরাসরি ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন পরেশবাবু। নৌশাদ এদিন সকালে মৃতের বাড়ি গিয়ে সরাসরি ক্যানিং পশ্চিমের বিধায়ককে মিথ্যাবাদী বলে দাবি করেন। তাঁর বক্তব্য, বিধায়কের অনুগামীরা বলছেন, তিনি অসুস্থ, হাসপাতালে ভর্তি। তাই তালদি আসতে পারছেন না। কিন্তু এটা মিথ্যা কথা। ২ সেপ্টেম্বর বিধানসভায় উপস্থিত ছিলেন পরেশবাবু।
যদিও এই দাবি উড়িয়ে দিয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক। পাল্টা আইএসএফের বিধায়কের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। এদিন সাংবাদিক বৈঠক করে পরেশবাবু বলেন, যদি নৌশাদ প্রমাণ করতে পারেন যে, ওইদিন আমি বিধানসভায় ছিলাম, তাহলে পদত্যাগ করব। আর না হলে নৌশাদকে ইস্তফা দিতে হবে বিধায়ক পদ থেকে।