নিজস্ব প্রতিনিধি, বারাসত: পকেটে করে নিয়ে এসেছিলেন নকল সোনার বালা। সেটি সোনার দোকানদারকে জমা দিয়ে আসল সোনার দু’জোড়া কানের গয়না নিয়ে পালালেন এক ব্যক্তি। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। অভিনব কায়দায় চুরিটি হয়েছে দেগঙ্গায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গা বাজারে ওসমান মোল্লার সোনার দোকানে আছে। শনিবার রাতে এক মাঝবয়সি যুবক সেই দোকানে আসেন। পকেটে থাকা একটি সোনার রং করা ১১ গ্রাম ওজনের বালা ওসমানকে দেন। তারপর তিনি বলেন, এক আত্মীয়ের বিয়ে রয়েছে। কানের দুল লাগবে। সেজন্য নকল বালা জমা দিয়ে সোনার দু’টি কানের গয়না নেন। সেগুলির ওজন হয় ১০ গ্রাম। এরপর প্রতারক দোকানদারকে বলেন, এই বালা আপনি রাখুন। আমার বাড়ি পাশেই। পরিবারের সদস্যদের কানের গয়না দেখিয়ে ফাইনাল করে একটি নিয়ে যাব। কিন্তু তারপর থেকে আর দোকানমুখী হননি প্রতারক।
রাতেই দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন ওসমান। তিনি বলেন, ওই ব্যক্তিকে দেখে ভালো মনে হয়েছিল। বিশ্বাস করে কানের দুল দু’টি দিয়েছিলাম। কিন্তু বাড়িতে দেখানোর নাম করে তিনি উধাও। তাছাড়া যে বালাটি আমাকে সোনার বলে দিয়েছিলেন, সেটিও সোনার নয়, নকল। আমি চাই, পুলিশ ওকে গ্রেপ্তার করুক। এদিকে, দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে। প্রসঙ্গত, কয়েকদিন আগে মধ্যমগ্রামের বাদু রোডেও সোনার গয়না কেনার নামে হাত সাফাইয়ের ঘটনা ঘটে। খোয়া যায় লক্ষাধিক টাকার সোনার গয়না। এখনও তার কিনারা করেতে পারেনি পুলিশ।