• পরিচারিকাকে লাগাতার ধর্ষণ, পলাতক অভিযুক্ত
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টানা দুই মাস ধরে এক পরিচারিকাকে ধর্ষণ। এমন অভিযোগ উঠেছে হরিদেবপুর এলাকার একটি আভিজাত আবাসনের ফ্ল্যাট মালিকের বিরুদ্ধে। ওই ধর্ষণের ভিডিও আবার ভাইরাল করে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। ভাইরালের বিষয়টি জানার পরই হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই পরিচারিকা। তার ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্ত এখনও পলাতক।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী ওই ফ্ল্যাটে বেশ কিছুদিন ধরে কাজ করছিলেন। ফ্ল্যাটের মালিক বিভিন্ন টোপ দিয়ে ওই পরিচারিকাকে এপ্রিল থেকে জুন পর্যন্ত লাগাতার ধর্ষণ করেন। ধর্ষণের সেই ছবি মোবাইলে ভিডিও করে রাখেন তিনি। সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েও তাঁকে লাগাতার ধর্ষণ চালিয়ে যান অভিযুক্ত যুবক। কিন্তু আগস্ট মাসে অভিযোগকারিণী মহিলার নজরে আসে যে, তাঁর বিভিন্ন ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঘুরছে। এমনকী রয়েছে ধর্ষণের ভিডিও। এরপরই তিনি থানায় অভিযোগ করেন।

    তার ভিত্তিতে পুলিশ ধর্ষণ, জোর করে আটকে রাখা, শ্লীলতাহানি সহ একাধিক ধারায় কেস রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযোগকারিণীর  পোশাক বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। অন্যদিকে, ট্যাংরায় দ্বিতীয় পক্ষের স্ত্রী স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। তার ভিত্তিতে কেস রুজু করে তদন্ত করছে থানা।  
  • Link to this news (বর্তমান)