বালিগঞ্জে ব্যবসায়ীর বাড়ি থেকে গয়না ও বিদেশি ঘড়ি হাতিয়ে গ্রেপ্তার পরিচারক
বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বালিগঞ্জে এক ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি টাকার সোনার গয়না ও দামি বিদেশি ঘড়ি হাতানোর অভিযোগ পরিচারকের বিরুদ্ধে। রবিবার রাতে বিহারে যাওয়ার সময় শিয়ালদহ স্টেশনে ট্রেন থেকে পাকড়াও করা হয়েছে দীপক মণ্ডল নামে ওই পরিচারককে। উদ্ধার হয়েছে সোনার চেন সহ বিভিন্ন দামি সামগ্রী।
পুলিস সূত্রে জানা গিয়েছে, বালিগঞ্জে ওই ব্যবসায়ীর বাড়িতে বছর দশেক ধরে কাজ করছিলেন অভিযুক্ত। বাড়িতে অনেকদিন কাজ করায় কোন ঘরের আলমারিতে সোনার অলঙ্কার ও বিদেশি ঘড়ি থাকে, তা জানা ছিল তাঁর। এমনকী আলমারির চাবি কোথায় থাকে, তাও জানতেন। এই সুযোগে অল্প অল্প করে জিনিস হাতাতে শুরু করেন অনেকদিন ধরে। কোটি টাকার জিনিস হাতানোর পর তিনি বিহারের মধুবনী পালানোর পরিকল্পনা করেন। সেই মতো বাড়ির মালিককে শনিবার জানান, তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে। তাই রবিবারই তাঁকে বিহারে যেতে হবে। সেই মতো রবিবার বাড়ি থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে যান পরিচালক। এদিকে ব্যবসায়ী বিদেশি ঘড়ি বের করতে আলমারি খুলে দেখেন, সেটি নেই। তিনি দুপুরেই বালিগঞ্জ থানায় এসে লিখিত অভিযোগ করেন।
তাঁর সঙ্গে কথা বলে পুলিস জানতে পারে, এক পরিচারক দুপুরেই বাড়ি ছেড়েছেন। বিহারে যাওয়ার জন্য শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন ধরবেন। সেইমতো তদন্তকারী অফিসার কার্তিকচন্দ্র মুর্মুর নেতৃত্বে একটি টিম সেখানে পৌঁছয়। বিহারগামী একটি ট্রেনের জেনারেল কামরায় তল্লাশি করতেই ওই পরিচারকের খোঁজ মেলে। তাঁর ব্যাগ থেকে পাওয়া যায় ওই বিদেশি ঘড়ি, সেই সঙ্গে সোনার চেন থেকে বিভিন্ন গয়না। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।
ধৃতকে জেরা করে তদন্তকারীরা জেনেছেন, অনেকদিন ধরেই তিনি এই জিনিসগুলি হাতিয়েছেন। এদিন সেগুলি নিয়ে পালাচ্ছিলেন।