• নারায়ণপুরে লুটের ঘটনায় গ্রেপ্তার ২
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নারায়ণপুরের একটি বাড়িতে লুটপাটের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। গত ২৫ আগস্ট তেঁতুলতলা এলাকায় একটি বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা লুটপাট চালিয়েছিলেন বলে অভিযোগ। বাড়ি থেকে সোনা, রুপো, নগদ সহ লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছিলেন তাঁরা। ওই ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ এবং অন্যান্য সূত্র ধরে পুলিশ দু’জনকে চিহ্নিত করে। শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সুব্রত মণ্ডল ওরফে ভোলে এবং রাজু মণ্ডল। সুব্রতর বাড়ি সোনারপুর থানা এলাকায় এবং রাজুর বাড়ি কলকাতার মুচিপাড়া থানা এলাকায়।
  • Link to this news (বর্তমান)