• বৈষ্ণবঘাটায় পেট্রল পাম্পে তাণ্ডব, আটক ২
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পেট্রল পাম্পে দুষ্কৃতীদের তাণ্ডব। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নেতাজিনগর থানা এলাকায়। তদন্তে নেমে দুই যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, বৈষ্ণবঘাটা-পাটুলি মোড়ে একটি পেট্রল পাম্প রয়েছে। ওই রাতে চারজন যুবক একটি গাড়িতে করে সেখানে যান। সিএনজি নেওয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করার সময়ে হঠাৎই পেট্রল পাম্পের এক কর্মীর উপর চড়াও হন। প্রথমে তাঁরা ওই কর্মীর কাছে আধার ও ভোটার কার্ড দেখতে চান। তারপর তাঁকে মারধর করা হয়। তখন পাম্পের অন্য কর্মীরা সেখানে হাজির হন। ওই চার যুবককে ম্যানেজারের ঘরে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই আরও জনা দশেক অজ্ঞাতপরিচয় যুবক এসে ব্যাট ও লাঠি নিয়ে পাম্পের কর্মীদের উপর হামলা চালান। তাঁরা পাম্পের ম্যানেজারের ঘরের দরজায় লাথি মারেন, অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন। আতঙ্কিত হয়ে পাম্পের মালিক দেবরাজ পাল নেতাজিনগর থানার দ্বারস্থ হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে আটক করেছে। পেট্রল পাম্পের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
  • Link to this news (বর্তমান)